জাতীয় পুরস্কারেও খুশি নন, ‘এখনও অনেক শিখতে হবে’, বললেন সংগীতশিল্পী ইমন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সংগীত (Music) জগৎকে তিনি এনে দিয়েছেন বিরাট সম্মান। তাঁর কণ্ঠে রবীন্দ্রসংগীত (Rabindra Sangeet) শুনে মুগ্ধ বাঙালিরা। তবে কেবলমাত্র রবীন্দ্রসংগীত নয় এই শিল্পীর কণ্ঠে শোনা গিয়েছে নানানরকম আঞ্চলিক এবং আধুনিক গান। এমনকি বাংলা সিনেমাতেও প্লে ব্যাক সিঙ্গারের ভূমিকা পালন করেছেন তিনি। রিয়েলিটি শোতে বসেছেন বিচারকের আসনে। শুধুমাত্র বাংলাতেই নয় সংগীতশিল্পীর ভক্ত রয়েছে বাংলার বাইরেও। তিনি ইমন চক্রবর্তী (Iman Chakraborty)।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসেই নতুন জীবন শুরু করেছেন সংগীতশিল্পী। সাত পাকে বাঁধা পড়েছেন সুরকার নীলাঞ্জন ঘোষের সঙ্গে। বিবাহিত জীবন বেশ সুখেই কাটছে এই সংগীতশিল্পীর। সম্প্রতি স্বামীর সঙ্গে দ্বিতীয় বিবাহ বার্ষিকী উদ্যপন করতে দেখা যায় তাঁকে। কিন্তু এত কিছুর পরেও তাঁর জীবনে রয়ে গেছে বেশ কিছু খামতি।

Iman Chakrabarty

সম্প্রতি এক সাক্ষাৎকারে একাধিক বিষয় নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। তিনি বলেন,’ আমার কাছে অনেক পুরষ্কার আছে। কিন্তু একজন শিল্পী হিসেবে মোটেও সন্তুষ্ট নই আমি। এখনও অনেক কিছু শিখতে হবে আমায়। অনেক শেখার বাকি’। তিনি আরও বলেন, ‘আমার কাঁধে এখন অনেক গুরুদায়িত্ব আছে। সমস্ত কিছু সামলে উঠতে হবে’।

Iman Chakrabarty

গানই আসল পরিচয় এই সংগীতশিল্পীর। তবে অভিনয়, নাচ সবই একসাথে চালিয়ে যাচ্ছেন তিনি। এককথায় বলতে গেলে টলিউডের অলরাউন্ডার সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। তাঁর ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কার। মুখের ওপর সপাটে জবাব দেওয়ার কারণে বরাবরই বিতর্কে জড়ান তিনি। তবে যাই হোক না কেন একের পর এক গান ভক্তদের উপহার দিয়ে চলেছেন ইমন।

সম্পর্কিত খবর

X