বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ ভারত। এখনও পর্যন্ত এই দেশে (India Corona virus) করোনা ভাইরাসে আক্রান্ত মোট ১১৪ জন রোগীর সন্ধান পাওয়া গেছে, ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। ইতিমধ্যেই দেশের সিনেমা-থিয়েটার হলগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বন্ধ রাখা হচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিও। ক্রমশই যেন আরও মারাত্মক রূপ ধারণ করছে করোনা ভাইরাস। এখনও পর্যন্ত বিশ্বের ১৪২ টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১৬৮,০০০ জন, মারা গেছেন কমপক্ষে ৬,৫০০ জন।ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন, তুরস্ক ও ব্রিটেন থেকে যাত্রী নিয়ে আসা সমস্ত বিমান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
সংযুক্ত আরব আমিরশাহী মিরাত, কাতার, ওমান ও কুয়েত থেকে আগত মানুষজনকে ভারতে পৌঁছানোর পর বাধ্যতামূলকভাবে ১৪ দিনের জন্যে কোয়ারান্টাইন করে রাখা হবে বলেও ঘোষণা করা হয়েছে মোদি সরকারের তরফে
আইএএস অফিসার এই পরিস্থিতিতে ভুবনেশ্বরে পোস্ট করা আইএএস অফিসার নিকুঞ্জ ধল নিজের জীবনের পরোয়া না করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছেন।আই এস অফিসার নিকঞ্জ ধল সম্প্রতি তার বাবাকে হারিয়েছেন, তবে অন্ত্যেষ্টিক্রিয়াটি শেষ করার ২৪ ঘন্টার মধ্যে তার ডিউটিতে ফিরে আসেন।নিকুঞ্জ ধল বর্তমানে বাবার মৃত্যুর দ্বিতীয় দিন, তিনি ডিউটিতে যোগ দিয়েছিলেন।
ভুবনেশ্বরে এই কর্মকর্তা বলেছিলেন যে আক্রান্ত ব্যক্তি একজন গবেষক এবং সম্প্রতি তিনি ইতালি থেকে এসেছেন। এই মুহুর্তে ওই ব্যাক্তির চিকিতসা চলছে বলে জানা গেছে। আর ইতিমধ্যে করোনার প্রোকপ হু হু করে বেড়ে যাচ্ছে। আর সেই পরিস্কথিতিতেও এমন অনেকে আছে যারা যাদের কাজ করে চলেছেন। করোনার ভাইরাস মামলার রাজ্য সরকারের প্রধান মুখপাত্র সুব্রতো বাগচি সাংবাদিকদের জানিয়েছেন, রোগীকে ভুবনেশ্বরের রাজধানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেছিলেন, “তার অবস্থা স্থিতিশীল এবং তার মধ্যে এখন পর্যন্ত কোনও গুরুতর লক্ষণ দেখা যায়নি।”