লুকিয়ে সইফ-পুত্র ইব্রাহিমের সঙ্গে প্রেম করছেন পলক! ধরা পড়তেই মুখ ঢাকলেন শ্বেতা-কন‍্যা

বাংলাহান্ট ডেস্ক: বিটাউনে আবারো এক নতুন জুটির গুঞ্জন। নোরা ফতেহি গুরু রানধাবা, সিদ্ধান্ত চতুর্বেদী নভ‍্যা নভেলি নন্দার পর এবার আরো এক তারকা জুটিকে নিয়ে মানুষের কৌতূহল উঁকি দিয়েছে। অবশ‍্য তারকা জুটি না বলে, তারকা সন্তান জুটি বলাই ভাল। তাঁরা হলেন ইব্রাহিম আলি খান (ibrahim ali khan) ও পলক তিওয়ারি (palak tiwari)।

সইফ আলি খান ও অমৃতা সিংয়ের পুত্র হলেন ইব্রাহিম। অপরদিকে জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক। শুক্রবার রাতে মুম্বইয়ের এক রেস্তোঁরা থেকে বেরোনোর সময়ে পাপারাৎজির লেন্সবন্দি হন পলক ও ইব্রাহিম। ক‍্যামেরা দেখে প্রথমটা মুখ লুকানোর চেষ্টা করলেও সফল হননি শ্বেতা কন‍্যা। একই গাড়িতে উঠেই রেস্তোরাঁ ছেড়ে বেরোতে দেখা যায় দুই স্টার কিডকে।

1007625 ibrahim palak
ছবি ভাইরাল হতেই তাঁদের সম্পর্ক নিয়ে কানাঘুঁষো শুরু হয়েছে নেটমাধ‍্যমে। দুজনের কাণ্ড কারখানা দেখে অনেকেই দাবি করেছেন, নির্ঘাৎ ইব্রাহিমকে ডেট করছেন পলক। যদিও বিষয়টা নিয়ে না তাঁরা মুখ খুলেছেন আর না কোনো মন্তব‍্য করেছেন শ্বেতা কিংবা সইফ‌।

ইব্রাহিম ও পলক দুজনেই বলিউডে তাঁদের প্রথম কাজ শুরু করে দিয়েছেন। পরিচালক বিশাল রঞ্জন মিশ্রর ‘রোজি: দ‍্য স‍্যাফ্রন চ‍্যাপ্টার’ ছবিতে অভিনয় করছেন পলক। রোজি নামের এক কলসেন্টার কর্মীর হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়ার ঘটনা নিয়েই তৈরি হবে ছবির কাহিনি। জানা গিয়েছে, সত‍্য ঘটনা অবলম্বনেই তৈরি হতে চলেছে এই ছবি।

IMG 20220122 150947
তবে পলকের মতো ক‍্যামেরার সামনে নয়, বরং পেছনে কাজ শুরু করেছেন ইব্রাহিম। করন জোহরের আসন্ন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে একজন সহ পরিচালক হিসাবে কাজ করছেন তিনি। তবে অভিনেতা হিসাবে ইব্রাহিম কবে ডেবিউ করবেন তা জানা যায়নি।

Niranjana Nag

সম্পর্কিত খবর