বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অবশেষে ঘটলো অপেক্ষার অবসান! বহুল প্রত্যাশিত বিশ্বকাপ ২০২৩-এর (ODI World Cup 2023) সময়সূচী প্রকাশ করলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। ৪৬ দিন ব্যাপী এই টুর্নামেন্ট আরম্ভ হবে ৫ই অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে শেষ সংস্করণের ফাইনালের পুনরাবৃত্তি দিয়ে আরম্ভ হবে টুর্নামেন্টটি।
এইবারের বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে থাকছে ৫টি ম্যাচ। ২০১১ বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ টি ইডেনে থাকলেও তা ব্যাঙ্গালোরে সরিয়ে নেওয়া হয়েছিল। কারণ তখনও ইডেন সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে ওঠেনি। এবার একটি সেমিফাইনাল ছাড়াও ৫ই নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ২৮শে অক্টোবর বাংলাদেশ বনাম যোগ্যতাঅর্জনকারী কোনও দেশ, ৩১শে অক্টোবর পাকিস্তান বনাম বাংলাদেশ এবং ১২ ই নভেম্বর ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচটি আয়োজন হবে কলকাতায়। যদিও ভারত সেমিফাইনালে উঠলে তারা মুম্বাইয়ে অর্থাৎ ওয়াংখেড়ে স্টেডিয়াম সেমিফাইনাল খেলবে। ভারতের সেমিফাইনালে হবে ভারত বাদে অন্য তিন দলের মধ্যে দুই দেশের মধ্যে।
বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক ১০০ দিন আগে এই সচিব প্রকাশ করেছে আইসিসি। এইবারের টুর্নামেন্ট চলাকালীন চলবে দূর্গাপুজো। তাই সুরক্ষার কথা মাথায় রেখে সেই দিনগুলিতে কলকাতায় কোন ম্যাচ দেওয়া হয়নি। যদিও ১২ই নভেম্বর যখন গোটা কলকাতা দীপাবলির আনন্দে মেতে থাকবে তখন পাকিস্তান ও ইংল্যান্ড একে অপরের মুখোমুখি হবে ইডেন গার্ডেন্সে। বিশ্বকাপের সম্পূর্ণ সুচি নিম্নলিখিত চিত্রে তুলে ধরা হলো….
৮ ই অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়া বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান আরম্ভ করবে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের বদলা নিতে মুখিয়ে থাকবেন কোহলিরা। ১৫ ই অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। ১১ই নভেম্বর ব্যাঙ্গালোরে কোন এক যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ভারত।
টুর্নামেন্টের ফাইনাল যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হবে তা আগে থেকেই ঠিক ছিল। বিশ্বকাপের শেষ তিন সংস্করণে ট্রফি ঘরে তুলেছে আয়োজক দেশরা। ১৩ তম সংস্করণে সেই ধারার পরিবর্তন ঘটবে কিনা সে দিকে নজর থাকবে ক্রিকেটবিশ্বে।