অবাক করা পরিকল্পনা ICC-র, ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে এই দেশে প্রথমবার হবে টি২০ বিশ্বকাপ

বাংলা হান্ট ডেস্কঃ এবারের মত শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সফর। রবিবার ফাইনাল ম্যাচ জিতে নিয়ে প্রথমবার টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়নের শিরোপা দখল করেছে অস্ট্রেলিয়া। তবে জানা গিয়েছে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে আইসিসি। 2014 সালে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবার পর, 2015 সাল থেকে 2023 সাল অবধি আইসিসি ইভেন্টগুলি আয়োজনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল বিসিসিআই, ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার হাতে।

তবে এবার এই বিষয়ে কিছু পরিবর্তন আনতে চলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। জানা গিয়েছে 2024 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য আমেরিকার কথা ভাবছে আইসিসি। সংবাদমাধ্যমের একটি রিপোর্ট অনুযায়ী, ‘ক্রিকেটের গভর্নর 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সহায়তা লাভের জন্য প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে বেছে নিতে পারেন।”

জানিয়ে রাখি, 2024 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আইসিসির নজরে মূলত দুটি দেশ রয়েছে। একটি হল ওয়েস্ট ইন্ডিজ এবং অন্যটি হলো আমেরিকা। দুই দলই বিশ্বকাপ আয়োজনের জন্য নিজেদের দাবি পেশ করবে। যদিও শেষ সিদ্ধান্ত নেবে আইসিসি। ক্রিকেটে এই মুহূর্তে সেভাবে সুপারপাওয়ার না হলেও আমেরিকা নিজেদের তৈরি করার যথেষ্ট চেষ্টা করে চলেছে, আইসিসির বড় টুর্নামেন্ট আয়োজিত হলে সেক্ষেত্রেও জনপ্রিয়তা অনেকটা বেড়ে যাবে।

IMG 20210809 131549

প্রসঙ্গত উল্লেখ্য, 2022 সালে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আয়োজিত হতে চলেছে অস্ট্রেলিয়ায়, এরপর 2023 সালে ভারতে রয়েছে 50 ওভারের বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে আয়োজক দেশ ছিল ভারতই৷ তবে করোনার কারণে শেষ পর্যন্ত তা আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যেতে হয়। যদিও আয়োজনয়ের সমস্ত দায়িত্ব ছিল বিসিসিআইয়ের উপরেই।

 

Abhirup Das

সম্পর্কিত খবর