বাংলা হান্ট নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে জানিয়ে দিয়েছেন যে তিনি আর তার মেয়াদ বাড়াতে চান না। তিনি ২০২০ সাল থেকে আইসিসির চেয়ারম্যান ছিলেন। এখন এই পদের জন্য সৌরভ গাঙ্গুলীর সামনে ভারতীয় মাঠ। সৌরভ গাঙ্গুলি বর্তমানে বিসিসিআই-এর সভাপতি।
একটি নামি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সৌরভ গাঙ্গুলী এবং জয় শাহ উভয়েই আইসিসির চেয়ারম্যান হতে চান। তাই আইসিসির চেয়ারম্যান পদ দখলের জন্য এবার মুখোমুখি হতে পারেন সৌরভ গাঙ্গুলী ও জয় শাহ। তাদের মধ্যে কেউ যদি আইসিসির চেয়ারম্যান হন, তাহলে তিনি হবেন পঞ্চম ভারতীয়, যিনি এই পদটির শোভাবর্ধন করবেন। আইসিসি চেয়ারম্যানের মেয়াদ দুই বছর এবং ছয় বছরের বেশি বাড়ানো যাবে না।
এখন পর্যন্ত চারজন ভারতীয় ব্যক্তিত্ব আইসিসি চেয়ারম্যান পদের দায়িত্ব সামলেছেন। জগমোহন ডালমিয়া প্রথম ভারতীয় যিনি এই পদে পৌঁছেছিলেন। তার মেয়াদ ছিল ১৯৯৭ থেকে ২০০০ পর্যন্ত। শরদ পাওয়ার (২০১০-১২) এন শ্রীনিবাসন (২০১৪-১৫) এবং শশাঙ্ক মনোহর (২০১৫-২০) এই পদে রয়েছেন। আসন্ন নভেম্বর মাসে চেয়ারম্যান পদের জন্য নির্বাচন হতে পারে। ২০২৩ বিশ্বকাপ ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে। এর আগে আইসিসিতে নিজেদের আধিপত্য আরও বাড়াতে চায় বিসিসিআই।
মহম্মদ আজহারউদ্দিনের পর ভারতীয় দলের অধিনায়কত্ব সামলেছিলেন সৌরভ গাঙ্গুলী। এরপরই তিনি ভারতীয় দলকে নিয়ে যান নতুন উচ্চতায়। তাঁর নেতৃত্বে, ভারতীয় দল বিদেশের মাটিতে লড়াই করতে শিখেছিল। দেশকে নিয়ে গিয়েছিলেন বিশ্বকাপ ফাইনাল অবধি। উল্টোদিকে, জয় শাহ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে এবং তিনি বর্তমানে বিসিসিআইতে সচিব পদে অধিষ্ঠিত। ফলে এমনিতে সৌরভের পাল্লা ভারী মনে হলেও নিশ্চিত একেবারেই নয়।