রাজি নয় ভারত! পাকিস্তানে তড়িঘড়ি বাতিল হল চ্যাম্পিয়ন্স ট্রফির অনুষ্ঠান, চরম বিপাকে ICC

বাংলা হান্ট ডেস্ক: আগামী বছর সম্পন্ন হতে চলেছে ICC-র অন্যতম জনপ্রিয় মেগা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)। এদিকে, এই টুর্নামেন্টের আয়োজন হওয়ার কথা পাকিস্তানে। এমতাবস্থায়, ভারত আদৌ পাকিস্তানে খেলতে যাবে কিনা সেই বিষয়ে শুরু হয় তীব্র জল্পনা। তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ইতিমধ্যেই BCCI-এর তরফে ICC-কে জানানো হয়েছে যে, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য ভারতীয় দল পাকিস্তানে যাবে না।

পাকিস্তানে বাতিল হল চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) অনুষ্ঠান:

ঠিক এই আবহেই এবার কার্যত চাপে পড়ে গিয়েছে ICC। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘিরেও শুরু হয়েছে জটিলতা। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এহেন পরিস্থিতিতে এবার ICC পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) সংক্রান্ত একটি অনুষ্ঠান বাতিল করেছে বলেও জানা গিয়েছে।

ICC Champions Trophy event cancelled in Pakistan.

বিষয়টির পরিপ্রেক্ষিতে, ICC-র একজন আধিকারিক ক্রিকবাজকে জানিয়েছেন, “চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) সূচি এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। এই বিষয়ে আয়োজক দেশ পাকিস্তান এবং অন্যান্য অংশগ্রহণকারী দেশগুলির সাথে টুর্নামেন্টের সূচি নিয়ে আলোচনা করছে ICC।” এর পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে, একবার সূচি চূড়ান্ত হলে নির্দিষ্ট পদ্ধতি মেনেই সেটি প্রকাশ করা হবে।

আরও পড়ুন: আর মিলবে না সুযোগ! অস্ট্রেলিয়ায় জিততে না পারলেই চাকরি যাবে গম্ভীরের, কি জানাল BCCI?

এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) খেলার জন্য ভারতীয় টিম যে পাকিস্তানে আসবেনা সেই বিষয়ে কিছুই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানানো হয়নি। তাঁর মতে, “আমাদের অবস্থান থেকে আমরা যথেষ্ট স্পষ্ট। পাকিস্তানে কোনও দেশ যদি দল পাঠাতে না চায় সেক্ষেত্রে লিখিতভাবে কারণসহ তা আয়োজক দেশকে জানাতে হবে। এখনও পর্যন্ত এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজন নিয়ে কেউ কিছু জানায়নি। আমরা বিষয়টি নিয়ে কথা বলতে চাই।”

আরও পড়ুন: এবারে হবে আসল ধামাকা! কেরিয়ারের সবথেকে বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন নীরজ চোপড়া

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) হওয়ার কথা। সেই মতো আগামী ১১ নভেম্বর অর্থাৎ সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ১০০ দিন বাকি উপলক্ষ্যে একটি অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা ছিল লাহোরে। যদিও, সামগ্রিকভাবে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ওই অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে ICC-র তরফে। যদিও, এই অনুষ্ঠান বাতিলের প্রসঙ্গে নির্দিষ্টভাবে কোনও কারণ উপস্থাপিত করা না হলেও বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেহেতু BCCI মৌখিকভাবে ICC-কে জানিয়েছে যে তারা ভারতীয় দলকে পাকিস্তানে পাঠাবে না তাই বিপাকে পড়েছে ICC। এমতাবস্থায়, আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে সম্পন্ন হতে পারে বলেও মনে করা হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর