খারাপ খবর পেলো ভারতীয় দল! অজিদের বিরুদ্ধে ফাইনালের আগে মানসিকভাবে হেরে গেলেন রোহিতরা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) এই মুহূর্তে অসাধারণ ছন্দে রয়েছে। চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) টানা ১০ ম্যাচে জিতে ফাইনালে পৌঁছেছে। সেমিফাইনাল ছাড়া আর অন্য কোনও ম্যাচে তাদেরকে জয়ের জন্য বিন্দুমাত্র সমস্যায় পড়তে হয়নি। দলের তারকা ক্রিকেটাররা সময় মতো জ্বলে উঠছেন। কিন্তু তাও ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) মাঠে নামার আগে একটি চিন্তার কারণ খুঁজে পেলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

ভারতের প্রতিপক্ষ হচ্ছে অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের শুরুতেই ভারত তাদের হারিয়েছিল। তবে মাত্র ১৯৯ রানের পুঁজি নিয়ে অস্ট্রেলিয়া কিছুটা চাপে ফেলে দিয়েছিল ভারতীয় দলকে। কিন্তু বিরাট কোহলির ক্যাচ হাতছাড়া হওয়ার পর অজিদের বিশ্বকাপের সেই প্রথম ম্যাচের আর কোন সুযোগ দেয়নি ভারত। তবে টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচ হারলেও এরপর টানা আটটি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছে অস্ট্রেলিয়া।

তবে ভারতের চিন্তার কারণ তাদের ফাইনালের প্রতিপক্ষ নয়। এই মেগা ইভেন্টের ফাইনালের দুইদিন আগে আজ বিশ্বকাপ ফাইনালের আম্পায়ারিং প্যানেল ঘোষণা করেছে আইসিসি। মাঠের দায়িত্বে থাকবেন রিচার্ড কেটেলবরা ও রিচার্ড ইলিংওয়ার্থ। টিভি আম্পায়ার থাকবেন জোয়েল উইলসন। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন ক্রিস গ্যাফানি; ম্যাচ রেফারি হিসেবে থাকছেন অ্যান্ডি পাইক্রফট।

2 richard

আরও পড়ুন: সৌরভ, সচিনকে ছুঁলেন শামি! ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ঘটলো এমন ঘটনা

আর ঠিক এখানেই চিন্তার কারণ তৈরি হয়েছে ভারতের জন্য। রিচার্ড ইলিংওয়ার্থ এবং রিচার্ড কেটলবোরো, এই জুটি আম্পায়ার হিসেবে ভারতের শেষ আইসিসি নকআউট ম্যাচ পরিচালনা করেন ২০১৯ সালের নিউজিল্যান্ডের বিরুদ্ধে হওয়া সেমিফাইনালে। সকলেই জানেন সেই ম্যাচের ফলাফল কি হয়েছিল।

আরও পড়ুন: ঝগড়া অতীত! সচিনের রেকর্ড ভাঙার পর বিরাট কোহলিকে কোন সম্মান দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

আর শুধু তাই নয়। ২০২৩-এর আগে এই বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকা এই দুজনের কেউ একজন অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকলে শেষ এক দশকে আইসিসি ট্রফির নকআউটের সেমিফাইনাল অথবা ফাইনালে পরাজিত হয়েছে ভারত। এবারও যাতে সেই একই ঘটনার পুনরাবৃত্তি না হয়।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর