Whatsapp-এ ব্যাংকিং পরিষেবা চালু করল ICCI,

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সারা ভারত সরকার ইতিমধ্যে চালু করেছে লকডাউন। গৃহবন্দি দেশের 130 কোটি মানুষ। ব্যাংক খোলা থাকলেও ব্যাংকে পৌঁছানো সম্ভব নয় অনেকের পক্ষেই। লকডাউনে সমস্ত গ্রাহকের কাছে পরিষেবা পৌঁছে দিতে এবার ICICI ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য শুরু করল নতুন ব্যাঙ্কিং পরিষেবা ৷ এবার হোয়াটসঅ্যাপে গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবা দেবে আইসিআইসিআই ৷

সোমবার বেসরকারি ব্যাঙ্ক ICICI ব্যাঙ্ক জানাল তাদের এই পরিষেবার কথা ৷ এবার থেকে হোয়াটসঅ্যাপেই গ্রাহকরা তাদের সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্স, শেষ তিনটি লেনদেন দেখতে পারবেন ৷ পাশাপাশি দেখা যাবে ক্রেডিট কার্ডের সীমা ৷ ক্রেডিট ও ডেবিট কার্ড ব্লক ও আনব্লক করাও যাবে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে৷ গ্রাহকেরা জানতে পারবেন আশপাশের তিনটি আইসিআইসিআই ব্যাঙ্কের এটিএম ও শাখার অবস্থান সম্পর্কেও। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ICICIStack।

14 এপ্রিল পর্যন্ত লকডাউনের কারণে যদি কোন গ্রাহক ব্যাংকে পৌঁছাতে না পারে তবে বাড়িতে ব্যাংকই টাকা পৌঁছানোর ব্যবস্থা করবে।এজন্য বাড়ি থেকেই আপনি আপনার টাকার জন্য অর্ডার দিতে পারেন। ঘরে বসে থেকেই পেয়ে যাবেন টাকা।

দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক এস বি আই গ্রাহকদের জন্য এই পরিষেবা পৌঁছে দিয়ে থাকে। ব্যাংকের ডোর স্টেপ ডেলিভারি সার্ভিসের অধীনে বাড়িতে টাকা পৌঁছে দেওয়ার সুবিধা রয়েছে। যদি আপনি টাকা জমা দিতে চান সেই পরিষেবাটিও এই পদ্ধতিতে বাড়ি বসে পেতে পারেন। যদিও এই মুহূর্তে শুধুমাত্র বয়স্ক নাগরিক ও বিশেষভাবে ক্ষমতা সম্পন্ন নাগরিকদের জন্য এই সুবিধা প্রযোজ্য।তবে জরুরী প্রয়োজনে এই পরিষেবা ব্যাবহার করতে পারেন আপনিও সে ক্ষেত্রে 100 টাকা চার্জ কাটবে এস বি আই।

একই রকম সুবিধা দিয়ে থাকে দেশের সব থেকে বড় বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি । ৫০০০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হয়ে থাকে। এই পরিষেবা দিতে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত চার্জ নেওয়া হয়। এছাড়াও কোটাক মাহিন্দ্রা, অ্যাক্সিস ব্যাঙ্কও এই সুবিধা দিয়ে থাকে গ্রাহকদের।

সম্পর্কিত খবর

X