কাঁচাপাকা দাড়ির আড়ালে লুকিয়ে জনপ্রিয় অভিনেতা, চিনতে পারলেন এই হ‍্যান্ডসাম দাদুকে?

বাংলাহান্ট ডেস্ক: একমুখ কাঁচাপাকা লম্বা দাড়ি। চুল ব‍্যাকব্রাশ করে সুন্দর করে আঁচড়ানো। চামড়ায় হালকা ভাঁজ পড়লেও বোঝা যায় ইনি রীতিমতো সুপুরুষ। সোশ‍্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল (Viral Video) এই হ‍্যান্ডসাম দাদু। তাঁর তাকানোর ভঙ্গি, হাঁটাচলা সবেতেই মন্ত্রমুগ্ধ মহিলা মহল।

কে এই হ‍্যান্ডসাম দাদু? হাবভাব দেখে তো বেশ চেনা চেনাই ঠেকছে। যদি বলি ইনি টেলিপাড়ার একজন অত‍্যন্ত জনপ্রিয় অভিনেতা? অনস্ক্রিন বলুন কি অফস্ক্রিন, তাঁর ভাবভঙ্গি, মেজাজের প্রেমে পড়েছেন। সকলেই। চিনতে পারলেন নায়ককে?

IMG 20220521 211300
ইনি সিরিয়াল প্রেমীদের প্রিয় ঋষিরাজ ওরফে অভিনেতা শন বন্দ‍্যোপাধ‍্যায়‌ (Sean Banerjee)। এই মুহূর্তে বাংলা সিরিয়ালের দুনিয়ায় সবথেকে জনপ্রিয় অভিনেতাদের মধ‍্যে একজন তিনি। ‘মন ফাগুন’ সিরিয়ালে ঋষিরাজ চরিত্রে অভিনয় করছেন শন।

তা হঠাৎ অমন সুপুরুষ লুক বদলে নকল দাড়ি গোঁফ লাগিয়ে দাদু সাজার দরকার পড়ল কেন তাঁর? যারা মন ফাগুন নিয়মিত দেখেন তারা জানেন ঋষির এমন সাজের কারণ কী? আসলে নকল প্রিয়দর্শিনীর জারিজুরি ফাঁস করতেই দাদুর ভেক ধরেছিলেন ঋষি‌।

অভিনয়ের খাতিরে ছদ্মবেশ ধরতে হলেও সোশ‍্যাল মিডিয়ায় রিল ভিডিও বানানোর সুযোগ ছাড়েননি শন। প্রথমে শার্ট, প‍্যান্ট ও ছোট্ট ভুঁড়ি সম্পূর্ণ লুকের এক ঝলক দেখিয়েছেন অভিনেতা। তারপর শুধু দাড়িটা রেখে জিন্স ও বোতাম খোলা শার্টে ধরা দিয়েছেন শন। আর তাতেই ক্লিন বোল্ড অনুরাগীরা।

https://www.instagram.com/reel/Cdxb_o2AZwA/?igshid=YmMyMTA2M2Y=

কারোর দাবি, বর হিসাবে এই দাদুটাকেই চাই! আবার কারোর মতে, এই দাদুর হটনেস সামলানো দায়। সব মিলিয়ে ‘ঋষি দাদু’র নতুন লুক রীতিমতো ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, মাঝে অন‍্য একটি কারণে চর্চায় উঠে এসেছিলেন শন। পিহু ওরফে সৃজলার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। যদিও সৃজলার সদ‍্য প্রাক্তন প্রেমিক রোহন ভট্টাচার্য স্পষ্ট করেছিলেন যে তাঁদের আলাদা হওয়ার পেছনে তৃতীয় কারোর হাত নেই।

Niranjana Nag

সম্পর্কিত খবর