এক হোটেলে থাকলেই যৌনতার ‘লাইসেন্স’ নয়! গুরুত্বপূর্ণ রায় দিল হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ একটি ধর্ষণ সংক্রান্ত মামলা চলাকালীন এক যুগান্তকারী রায় দিল বোম্বে হাইকোর্ট (High Court)। কোনো মহিলা সেচ্ছায় কোনো পুরুষ বন্ধুর সাথে মেলামেশা করলে কিংবা ঘুরতে গেলে অথবা একই হোটেলে থাকলে তার অর্থ কখনই তাকে জনসংগমের অনুমতি দেয় না। সম্প্রতি এক ধর্ষণের মামলায় এমনই এক চাঞ্চল্যকর রায় দিয়েছে বোম্বে হাইকোর্ট (High Court)।

যুগান্তকারী রায় দিল হাইকোর্ট (High Court)

তাই যদি কোন যুবতী কোন হোটেল রুম বুক করেন এবং তিনি যদি সেখানে তাঁর কোনো তার পুরুষ সঙ্গী নিয়ে যান তাহলে তার অর্থ এই নয় যে তাকে সে যৌনসঙ্গমে লিপ্ত হওয়ার অনুমতি দিয়েছে। পুরনো একটি মামলায় হোটেলের মধ্যে নির্যাতিতার সাথে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন সঙ্গমে লিপ্ত হয়েছিলেন এক ব্যক্তি। এবার তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলাতেই শুরু হবে তদন্ত।

সম্প্রতি নিন্ম আদালতের নির্দেশ খারিজ করে দিয়ে এমনই এক যুগান্তকারী রায় ঘোষণা করেছে বোম্বের হাইকোর্টের (High Court) গোয়া বেঞ্চ। ঘটনার সূত্রপাত হয়েছিল ২০২০ সালের ৩ মার্চ। সে সময় গুলশারা আহমেদ নামের এক ব্যক্তি বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে কথা বলার জন্য তাকে একটি হোটেলে ডাকে। গুলশারা এবং নির্যাতিতা দুজনের নামেই সেসময় হোটেল বুক করা হয়েছিল।

কিন্তু অভিযোগ ওঠে হোটেলে অভিযুক্ত ব্যক্তি তরুণীকে ধর্ষণ করেছিল। শুধু তাই নয় তারপরে তাকে হুমকি দেওয়া হয় এই ঘটনা কাউকে জানালেই নাকি তাকে প্রাণে মেরে ফেলা হবে। তারপর তরুণী সে সময় সেখান থেকে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসে গুলশারার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন।

২০২১ সালে এই মামলা মারগাঁও নিন্ম আদালতে উঠলে আদালতের তরফে জানানো হয় যেহেতু ওই তরুণীও ঘর বুক করেছিলেন এবং তারপর তিনি নিজের ইচ্ছায় হোটেলের ঘরে অভিযুক্তকে নিয়ে ঢুকেছিলেন তাই এখানে বোঝাই যাচ্ছে যৌন সঙ্গমে তার সম্মতি ছিল। তাই অভিযুক্তকে নাকি কোনোভাবে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করা যাবে না।

এবার সেই রায় খারিজ করে দিয়েছেন হাইকোর্টের (High Court) বিচারপতি ভরত পি দেশপান্ডে। এদিন বিচারপতি দেশপান্ডে জানিয়েছেন নিন্ম আদালতের এই রায় ত্রুটিপূর্ণ।  বিচারপতি জানিয়েছেন অভিযুক্ত ও নির্যাতিতা একসঙ্গে হোটেল বুক করেছেন তার স্বপক্ষে প্রমাণ আছে ঠিকই কিন্তু তার মানে এই নয় যে নির্যাতিতা তাকে যৌন  সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য সম্মতি দিয়েছিল।

আরও পড়ুন: ‘জবাব-চাই, জবাব-দাও’র আড়ালে চলতো এসব? ‘প্রতিবাদী’ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ

তাই কোন মেয়ে হোটেল বুক করে তার পুরুষ সঙ্গীর সঙ্গে ঘরে প্রবেশ করার মানে এই নয় যে সে যৌনসঙ্গমে সম্মতি দিয়েছে। দুজনের একসঙ্গে হোটেলে যাওয়া আর হোটেলের ভিতরে যা ঘটেছে দুটোকে গুলিয়ে ফেলেছে আদালত। এছাড়াও উল্লেখ করা হয় ওই ঘটনার পর তরুণী যেভাবে হোটেল থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিলেন এবং সেদিনই তিনি যেভাবে অভিযোগ জানাতে পুলিশের দ্বারস্থ হন তাতে স্পষ্ট যে ওই যৌন সম্পর্কে তরুণীর সম্মতি ছিল না।

High Court

এছাড়া তিনি যে বয়ান দিয়েছেলেন সেই একই তথ্য জানিয়েছেন হোটেলের এক কর্মীও। যদিও এই মামলার মূল অভিযুক্ত ব্যক্তি কোর্টে নিজের স্বপক্ষে  সাফাই দিয়ে জানান সে এবং তরুণী দুজনে মিলেই হোটেল বুক করেছিলেন, একসাথে লাঞ্চ করেছিলেন এবং সে নাকি বিনা প্রতিবাদে তার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিল। তবে এই যৌন সম্পর্কে যে তরুণীর সম্মতি ছিল তা খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। সেইসাথে এই মামলায় অভিযুক্তের বিরুদ্ধে নতুন করে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য আদেশ দেওয়া হয়েছে নিন্ম আদালতকে।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর