‘আমি ভোটে না জিতলে মমতা ব্যানার্জীও নবান্নে বসবেন না”, হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

বাংলা হান্ট ডেস্ক : বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের। ‘আমি ক্ষমতায় না এলে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ও বসতে পারবেন না!’ হুমকির সুরে হুঁশিয়ারি দিলেন পাঁচলার তৃণমূল বিধায়ক। গুলশান মল্লিকের (Gulshan Mallick) এই ‘আত্মবিশ্বাসী দাবির’ পর বেজায় অস্বস্তিতে রাজ্যের শাসক দল। বিধায়কের বিতর্কিত হুঁশিয়ারির ভিডিয়ো বেশ ভালোই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে, গতকাল দলীও কর্মীদের নিয়ে একটি কর্মসূচিতে যোগ দেন গুলশান মল্লিক। সেখানেই বক্তব্য রাখতে উঠে তিনি বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেন, ‘পাঁচলায় আমি না ভোট পেলে সন্ন্যাস নিয়ে নেব । আমি যদি পাঁচলায় ক্ষমতায় না আসি তাহলে বাংলার নবান্নে মমতা ব্যানার্জি বসবে না!’

gulshan

তবে এই প্রথম নয়। কয়েক দিন আগেই, বেলডুবি জল ট্যাঙ্ক সর্দার পাড়া এলাকায় সঞ্জীবনী অ্যাথলেটিক মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রভাস নস্কর, বেলডুবি অঞ্চল সভাপতি গুরুদাস চ্যাটার্জি, প্রধান অনিমা কোলে, জেলা পরিষদের সদস্যরা রিজিয়া খাতুন, সহ পাঁচলার ব্লক ও অঞ্চল স্তরের নেতৃবৃন্দরা। দীর্ঘক্ষণ সভায় রাজনৈতিক বক্তব্য চলে।

এই সভা থেকেই বিধায়ক গুলশান মল্লিক সাংবাদিকদের জানান, ‘জেলাপরিষদ, সমিতি, গ্রামসভা দখল করতে না পারলে রাজনীতি ছেড়ে দেবো।’ বর্তমান যে পরিস্থিতি পাঁচলাতে কোনও প্রভাব ফেলবে না বলেই দাবি তাঁর। তবে এই প্রসঙ্গে সমালোচনা করতে ছাড়েনি স্থানীয় বিরোধী নেতৃত্বও। পাঁচলার ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা তৃণমূলকে এক হাত নিয়ে বলেন, ‘গণতন্ত্রের প্রক্রিয়াতে ভোটাধিকার দিয়ে মানুষে র রায়ে দখল করবে না বলপূর্বক ? যদি বলপূর্বক হয় বুথ দখল করে, কাউন্টিং স্বচ্ছভাবে না হয় তাহলে উনি পারবেন। তবে পঞ্চায়েত ভোটে কী হয় সেই দিকে তাকিয়ে রইল আমজনতা।’

Sudipto

সম্পর্কিত খবর