প্রিয়াঙ্কা গান্ধী বারাণসী থেকে লড়লে মোদি হেরে যাবে! বড়সড় দাবি সঞ্জয় রাউতের

বাংলা হান্ট ডেস্ক : বিস্ফোরক মন্তব্য উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত (Sanjar Raut)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) হারানোর ক্ষমতা রাখেন কংগ্রেসের (Congress) প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi) ৷ তাঁর দাবি, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাণসীর (Baranasi) লোকেরা মোদির বিরুদ্ধে প্রিয়াঙ্কাকেই প্রার্থী হিসেবে চাইছেন।

কী দাবি করলেন শিবসেনা সাংসদ? সঞ্জয় বলেন, বারাণসীতে প্রিয়াঙ্কা মোদির বিরুদ্ধে লড়াই করবেন কি না, সেটা একেবারেই কংগ্রেসের ওই নেত্রীর সিদ্ধান্ত হবে৷ কিন্তু প্রিয়াঙ্কা যদি মোদির বিরুদ্ধে বারাণসীতে ভোটে লড়েন, তাহলে অবশ্যই জিতবেন৷ তাঁর আরও দাবি, আগামী বছর লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের তিনটি লোকসভা আসন রায়বরেলি, বারাণসী ও আমেঠিতে বিজেপির লড়াই অনেক কঠিন হবে ৷

কঠিন হবে বিজেপির লড়াই : রায়বরেলি ও আমেঠি বরাবর কংগ্রেসের শক্তিঘাঁটি হিসেবে পরিচিত। ২০১৪ সালে উত্তরপ্রদেশের গেরুয়া ঝড়ের মধ্য়েও ওই দু’টি আসনে জিতেছিলেন সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি৷ পাঁচ বছর পর অবশ্য পরিস্থিতি কিছুটা বদলায় ৷ আমেঠি থেকে রাহুল গান্ধি হেরে যান ৷ তবে রায়বরেলির আসন দখলে রাখেন সোনিয়া গান্ধি। ২০১৯ সালের ওই লোকসভা নির্বাচনের কিছু আগেই রাজনীতিতে প্রবেশ প্রিয়াঙ্কার৷ তাঁকে কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে বসিয়ে দায়িত্ব দেওয়া পূর্ব উত্তরপ্রদেশের ৷

sanjay

উত্তরপ্রদেশের পূর্ব অংশের মধ্যেই পড়ছে বারাণসীর আসনটি। ফলে সেবারও প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে প্রিয়াঙ্কা লড়াই করতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল৷ তবে তা আর বাস্তবায়িত হয়নি৷ কিন্তু দায়িত্ব নিয়ে উত্তরপ্রদেশে কংগ্রেসের ভোট-ভাগ্য খোলাতে পারেননি প্রিয়াঙ্কা। বছর তিনকে পর ২০২২-এ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের পুরো দায়িত্ব প্রিয়াঙ্কার কাঁধেই ছিল ৷ তার পরও কংগ্রেসের ফল ভালো হয়নি।

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, যোগি আদিত্যনাথের রাজ্যে বিজেপির সাংগঠনিক অবস্থা বেশ মজবুত ৷ এবারও সেখানে কংগ্রেসের ফল খুব একটা বদল হবে বলে মনে হয় না ৷ বিজেপির কিছু আসন যদি কমে, সেক্ষেত্রে লাভ সমাজবাদী পার্টিরই হওয়ার কথা ৷ তাই এই পরিস্থিতি সরাসরি মোদির বিরুদ্ধে প্রিয়াঙ্কা লড়াইয়ে নামতে রাজি নাও হতে পারেন ৷ তবে যদি সত্যিই এমন কিছু হয়, তাহলে ১০ বছর পর বারাণসীতে আবার একটা কঠিন লড়াই দেখা যেতে পারে৷ ২০১৪ সালে মোদির বিরুদ্ধে ওই আসনে লড়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ সেই লড়াইও দেখবার মতো হয়েছিল।

Sudipto

সম্পর্কিত খবর