বাংলা হান্ট নিউজ ডেস্ক : হয় হাজিরা নয়তো বা কড়া ব্যবস্থা। রাজীব কুমার মামলায় এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চলেছে সিবিআই।শুক্রবার কলকাতা উচ্চ আদালতের তরফ থেকে সারদা মামলায় যুক্ত কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের ওপর থেকে গ্রেফতারির স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। সেদিন থেকেই ছুটিতে থাকার নাম করে কার্যত অন্তরালে চলে গিয়েছেন তিনি। কোথায় রয়েছেন, সেসব কোনো তথ্যই এখনও অবধি সিবিআই আধিকারিকদের হাতে এসে পৌঁছায়নি। তাই রবিবার রাজ্য সরকারকে চিঠি দিয়ে সোমবার দুপুর 2টোর সময় রাজীব কুমারকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। আর যদি তিনি গরহাজির থাকেন তাহলে বিকেলের মধ্যেই বিরাট পদক্ষেপ নিতে পারেন সিবিআই আধিকারিকরা।
জানা গিয়েছে তিনি একমাস ছুটিতে আছেন। তবে রাজ্যের কোনো আইপিএস অফিসার যদি ছুটিতে থাকেন তাহলে তিনি কোথায় রয়েছেন তা জানার অধিকার এবং ক্ষমতা রয়েছে ডিজির। তাই রবিবার ডিজির কাছে সিবিআই প্রতিনিধিরা একটি চিঠি দিয়ে রাজীব কুমার কোথায় আছে তা জানানোর কথা জানিয়েছেন পাশাপাশি, তিনি যেন সোমবার দুপুরের মধ্যে সিবিআই দফতরে দেখা করেন এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে।
গতকালই সিবিআই রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে, রাজীব কুমার এখন কোথায় তা জানানো হোক। পাশাপাশি, সোমবার দুপুর ২টোর মধ্যে রাজীর কুমারকে সিজিও কমপ্লেক্সে হাজির করতে হবে। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। হাজিরা না দিলে বিকেলেই পাল্টা ব্যবস্থা। এমনটাই জানা যাচ্ছে।এমনিতেই শনিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা এরিয়েছেন রাজীব। এমেল করে সেদিন উপস্থিত না থাকতে পারার কারণ দর্শিয়ে একমাস সময় চেয়েছেন সিবিআই-তরফে। যদিও এতটা সময় দিতে নারাজ সিবিআই। তাই তিনি কোথায় আছেন তা জানার জন্য চিঠি নিয়ে বাড়াবাড়ি শুরু করেছে সিবিআই।
তাই এজ অর্থাত্ সোমবার দুপুর দুটোয় যদি সিজিও কমপ্লেক্সে হাজিরা না দেন রাজীব সেক্ষেত্রে বিকেলে গ্রেফতারিও হতে পারেন তিনিন, এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না কেউই। তবে আজ আবারও নবান্নে চিঠি নিয়ে যাওয়াপ কথা সিবিআই প্রতিনিধিদের। যেহেতু রবিবার নবান্নে সমস্ত সরকারি আধিকারিকের ছুটি থাকে তাই রবিবার মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের কাছে সিবিআইয়ের চিঠি পৌঁছায়নি।