পেট্রোলের দাম ২০০ টাকা পার হলে, এক বাইকে তিনজন সওয়ার করা যাবে: অসম বিজেপি নেতা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে বাজার যেন অগ্নিমূল্য। তারউপর পেট্রোল (petrol price) ডিজেলের দাম (Diesel price) দিনে দিনে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। কমার কিংবা এক জায়গায় দাঁড়িয়ে থাকার কোন নামই নিচ্ছে না। রাস্তায় বেরিয়ে যেন নাভিশ্বাস উঠে যাচ্ছে সাধারোন মানুষের। এই পরিস্থিতি অসমের (Assam) এক বিজেপি নেতা এক অদ্ভুত দাবি করে বসলেন।

অসমের বিজেপি নেতা ভবেশ কলিতা (Bhabesh Kalita) বলেন, ‘পেট্রোলের দাম যখন লিটার প্রতি ২০০ টাকা ছাড়িয়ে যাবে, তখন দুচাকার বাইকে ৩ জন চড়ার অনুমতি দেওয়া হবে। সরকারের থেকে অনুমতি নেওয়ার পর দ্বি-চাকার যানবাহনে ৩ জন বসার আসন তৈরি করা হবে’।

Petrol

তবে এটা স্পষ্ট নয় যে নিজের এমন মন্তব্যের বিষয়ে কোন প্রতিশ্রুতি দিয়েছেন কিনা ভবেশ কলিতা এবং নিজের বক্তব্যের অর্থ তিনি বুঝতে পেরেছেন কিনা।

মে মাসের শুরু থেকে সেই যে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হতে শুরু করেছে, তা আর থামার নামই নিচ্ছে না। ক্রমাগত বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম। ইতিমধ্যেই ১০০-র গণ্ডি পেরিয়ে গিয়েছে পেট্রোলের দাম। আর সেই দিকেই এগোচ্ছে ডিজেলের দামও।

বর্তমান দিনে দিল্লীতে পেট্রোলের দাম ১০৬.১৯ টাকা এবং মুম্বাইয়ে ১১২.১১ টাকা। সেইসঙ্গে দিল্লীতে ডিজেলের দাম রয়েছে লিটার প্রতি ৯৪.৯২ টাকা এবং মুম্বাইয়ে রয়েছে ১০২.৮৯ টাকা।

সম্পর্কিত খবর

X