বাংলা হান্ট ডেস্ক : পায়ের তলায় সর্ষে বাঙালির শর্ট ট্রিপ মানেই দিঘা (Digha) মন্দারমনি (Mandarmoni) তাজপুর (Tajpur)। কারণ এইসব জায়গায় হোটেল বুকিং-র ক্ষেত্রে খুব একটা ঝামেলা পোহাতে হয়না। অনেক সময় আবার সকালে গিয়ে রাতের মধ্যে ফিরেও আসা যায়। তবে বিগত কয়েক বছর ধরে দিঘা-মন্দারমনি আর আগের মত নিরাপদ নেই। দিন দিন বেড়ে চলেছে অপরাধমূলক কাজের প্রবণতা।
বিভিন্ন হোটেল থেকে যুবক-যুবতীদের দেহ উদ্ধার করেছে পুলিশ। হোটেল ব্যবসার আড়ালে রমরমিয়ে চলছে মধুচক্র। মাঝেমধ্যেই রেইড চালিয়ে একাধিক যুবক-যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ।আর এই কারণেই এবার থেকে হোটেল বুকিং-র বিষয়টায় একটু কড়াকড়ি করছে প্রশাসন। এবার থেকে হোটেল বুকিং করার সময় মানতে হবে একাধিক নিয়ম।
সূত্রের খবর, এবার থেকে হোটেল আগে কর্তৃপক্ষের কাছে নিজেদের সমস্ত নথি জমা করতে হবে। এরপর হোটেল কর্তৃপক্ষ সেই নথি আপ্লোড করবে নির্দিষ্ট পোর্টালে। আর এই পোর্টালটি মনিটর করবে খোদ পুলিশ। যার নাম ‘অতিথি পোর্টাল’ (Atithi Portal)। মূলত সৈকত সুন্দরী যাতে নিরাপদ থাকে তার জন্যই এই ব্যবস্থা নিচ্ছে পুলিশ কর্তৃপক্ষ।
আরও পড়ুন : ভাঙছে ভারতীয় প্লেট, যে কোনোদিন হতে পারে বিধ্বংসী ভূমিকম্প! প্রকাশ্যে ভয়ঙ্কর রিপোর্ট
একই সাথে চালু হয়ে গেল জুনপুট উপকূল থানাও। নিজস্ব ভবন না থাকায় কাঁথির দরিয়াপুর গ্রাম পঞ্চায়েতের পেটুয়াঘাট মৎস্য দফতরের কয়েকটি ঘর নিয়ে চালু করা হয়েছিল জুনপুট থানা। তবে এইদিন তা নতুন ভবনে স্থানান্তরিত করা হয়। থানা উদ্বোধন করেছেন এডিজি অ্যান্ড আইজিপি পশ্চিমাঞ্চল ত্রিপুরারি অথর্ভ। গত শুক্রবার সেখানেই পুলিশের গেস্ট রিপোর্টিং পোর্টাল ‘অতিথি’রও উদ্বোধন হয়।
আরও পড়ুন : রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্যে ছুটি ঘোষণার দাবি, মুখ্যমন্ত্রীর দরবারে চিঠি পাঠালেন সুকান্ত
এইদিন পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, ‘পেটুয়াঘাটে মৎস্য বন্দরে ৪-৫ টি ঘরে ভাড়া নিয়ে থানা চলত। প্রশাসনিক কাজকর্ম করার ক্ষেত্রে ও ভৌগলিকভাবেও বেশ সমস্যায় পড়তে হচ্ছিল।’ সেই সাথে অতিথি পোর্টাল প্রসঙ্গেও নানা কথা বলেন উচ্চপদস্থ কর্মকর্তারা। বেশ স্পষ্ট ভাষাতেই জানিয়ে দেওয়া হয় যে, হোটেল মালিকরা যদি কোনও রকম কারচুপি করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার