ব্যাঙ্কে ১০ হাজার টাকার বেশি জমা করলেই দিতে হবে চার্জ! ১ জানুয়ারি থেকে বদলাবে বড় নিয়ম

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০২১-এর শেষ মাস চলছে। কয়েকদিন পরই শুরু হবে নতুন বছর ২০২২। এর সঙ্গে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের (আইপিপিবি) গ্রাহকদের ক্ষেত্রে বেশ কিছু নিয়মে পরিবর্তন আসতে চলেছে। এই ব্যাঙ্কের অ্যাকাউন্টধারীদের একটি নির্দিষ্ট লিমিট থেকে নগদ তোলা এবং জমা করার জন্য চার্জ দিতে হবে। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ লা জানুয়ারি থেকেই এই নিয়ম কার্যকর হবে।

খেয়াল রাখতে হবে যে আইপিপিবিতে তিন ধরনের সেভিংস অ্যাকাউন্ট খোলা হয়। তা ছাড়াও আরও অনেক সুবিধা দেওয়া হয় এই ব্যাঙ্কে। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে মারফত প্রকাশিত ডাটা অনুসারে, প্রতি মাসে মোট চারবার বেসিক সেভিংস অ্যাকাউন্ট বিনামূল্যে নগদ তোলা সম্ভব। তবে তার বেশিবার টাকা তুলতে গ্রাহকদের প্রতিবাবের জন্য নূন্যতম ২৫ টাকা করে দিতে হবে। তবে বেসিং সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা করার জন্য কোনও চার্জ লাগবে না।

এই ব্যাঙ্কে সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টে মাসে ১০,০০০ টাকা জমা করার জন্য কোনও চার্জ লাগবে না। ব্যাঙ্ক বলেছে যে এবার থেকে এই নির্দিষ্ট সীমার বেশি টাকা জমা করার জন্য গ্রাহকদেরকে অতিরিক্ত টাকা চার্জ করা হবে। বেসিক সেভিংস অ্যাকাউন্ট ছাড়া অন্য সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত তোলার সময় আলাদা কোনও চার্জ লাগবে না। একই সময়ে, ফ্রি লিমিটের পর যতবারই টাকা তোলা হবে, ততবার অন্তত ২৫ টাকা চার্জ করতে হবে।

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, এই সমস্ত নিয়ম নতুন বছরের প্রথম দিনেই প্রযোজ্য হয়ে যাবে। অর্থাৎ ১ জানুয়ারি থেকে গ্রাহকদের বেশ কিছু ক্ষেত্রে অতিরিক্ত টাকা দিতে হবে। জিএসটিও আলাদাভাবে আরোপ করা হবে।

সম্পর্কিত খবর

X