নতুন বছরে রেশন কার্ডে বাড়তি সামগ্রী! ঘোষণা সরকারের

বাংলা হান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কোভিডের সময় থেকেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana) চালু করেছিলেন। এটি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই পক্ষ থেকেই চালু করা হয়েছিল। যদি আপনার কাছে রেশন কার্ড (Ration Card) থেকে থাকে তাহলে, গত ২০২০ সাল থেকে আপনিও কি ফ্রিতে রেশন পাচ্ছেন? তাহলে, এই প্রতিবেদনটি আপনার জন্য।

২০২৩ সাল শেষ হয়ে আজ নতুন বছরের দ্বিতীয় দিন। এই নতুন বছর আসার আগে থেকেই মানুষের মধ্যে থেকে একই প্রশ্ন বারবার উঠে আসছে। এতদিন ধরে মাসের পর মাস বিনামূল্যে রেশন ঘরে বসেই তুলেছেন, তাদের মনে এখন একটাই প্রশ্ন। আর সেটি হল নতুন বছরে কি বিনামূল্যে রেশন মিলবে?

কেন্দ্র সরকার থেকে ৮০ কোটিরও বেশি মানুষকে কোভিডের সময় বিনামূল্যে রেশন প্রদান করা হয়েছে। এর পাশাপাশি রাজ্য সরকার থেকেও এই সুবিধা তারা পেয়েছেন। তবে নতুন বছর ২০২৪ সাল থেকে কি এই সুবিধা মিলবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, গরিব কল্যাণ অন্ন যোজনা সামনের ৫বছরের জন্যও গরিবরা এই সুযোগ পাবেন অর্থাৎ রেশন পাবেন’।

আরও পড়ুন : সাবধান! জাপান ছাড়াও ভূমিকম্প ভারতে, ২৪ ঘণ্টায় ১৫৫ বার কাঁপল মাটি! মৃত ১২

তাহলে বলা যেতে পারে, আগামী ৫ বছরের জন্য মানুষ বিনামূল্যে রেশন পাবেন। সেই সব মানুষদের মুখে আরও ৫ বছর বিনামূল্যে অন্ন জুটবে। ৮০ কোটির বেশি মানুষ কেন্দ্র সরকারের পক্ষ থেকে চাল ও গম পাবেন। তবে এটি শুধু কেন্দ্র সরকার নয় এই পরিষেবা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কাছ থেকেও মিলবে।

আরও পড়ুন : মোস্ট ওয়ান্টেড মাসুদ আজহার মৃত? জল্পনা বাড়িয়ে বড়সড় মন্তব্য পাক মন্ত্রীর

এছাড়া আপনাদের যদি অন্ন যোজনা (AAY) রেশন কার্ড থেকে থাকে তাহলে, প্রতি পরিবার ২১ কেজি চাল এবং ১৪ কেজি গম বিন্যমূল্যে পাবেন। তাছাড়া যাদের অগ্রাধিকার-প্রাপ্ত (PHH) বা বিশেষ অগ্রাধিকার-প্রাপ্ত (SPHH) রেশন কার্ড আছে তারা ৩ কেজি চাল এবং ২ কেজি গম বিনামূল্যে পাবেন। আবার এদিকে যদি আপনার কাছে RKSY I ক্যাটেগরির রেশন কার্ড থেকে থাকে তাহলে এই নতুন বছর থেকে আপনি ২ কেজি চাল এবং ৩ কেজি গম পাবেন। অন্যদিকে যদি আপনার কাছে RKSY II রেশন কার্ড থেকে থাকে তাহলে, ১ কেজি চাল এবং ১ কেজি গম পাবেন।

এছাড়াও স্পেশাল প্যাকেজের অধীনে বাড়তি রেশনও দেওয়া হবে। যেমন পশ্চিমবঙ্গের পাহাড়, চা বাগান, টোটো, আইলা, জঙ্গলমহল এবং সিঙ্গুর এদের নাম স্পেশাল প্যাকেজে রয়েছে। আপনি যদি এই জায়গাগুলির মধ্যে কোনও একটি জায়গার অধীনে পড়েন তাহলে, এই বাড়তি রেশন দ্রব্য পাবেন।

সম্পর্কিত খবর