মোস্ট ওয়ান্টেড মাসুদ আজহার মৃত? জল্পনা বাড়িয়ে বড়সড় মন্তব্য পাক মন্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক : আজ থেকে বছর বাইশ আগে এক শীতের সকালে নড়ে উঠেছিল গোটা ভারত (India)। পাঁচ সশস্ত্র জঙ্গি বন্দুকের গুলিতে ঝাঁঝরা হয়ে গেছিল নিরাপত্তা রক্ষী সহ ৯ জন ভারতীয়। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সংসদ ভবনে সেই ভয়ানক হামলার ষড়যন্ত্রী ছিল জয়েশ ই মহম্মদের (Jaish-e-Mohammed) মাথা মাসুদ আজহার আলভি (Masood Azhar Alvi)। তার অঙ্গুলিহেলনেই নাকি ঘটেছিল এই গোটা ঘটনা।

যদিও কেবল সংসদ ভবনের হামলা নয়, ভারতে একাধিক নাশকতার ঘটনায় মাসুদ আজহারের বিরুদ্ধে চার্জশিট পেশ হয়েছে। সূত্র বলে, ২০০৫ সালে রাম জন্মভূমিতে জঙ্গি হামলা থেকে শুরু করে ২০১৬ সালে পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলা ও পুলওয়ামার বিস্ফোরণের (Pulwama Attack) পেছনেও নাকি মাসুদ আজহারেরই হাত ছিল। গোয়েন্দাদের মতে ওসামা বিন লাদেন ও মোল্লা ওমরের সঙ্গে কাছের মানুষ ছিল মাসুদ। আর খবর উড়ে আসছে সেই মাসুদই নাকি মৃত।

আসলে ভারতীয় বায়ুসেনার অপারেশন বালাকোটের (Balakot Attack) পর থেকেই কার্যত গায়েব হয়ে রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ার খবর, মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী এবং সন্ত্রাসী সংগঠন জইশের নেতা মাসুদ আজহার নাকি মারা গেছেন। বলা হচ্ছে বালাকোট অপারেশনেই নাকি মৃত্যুপুরীতে পাঠানো হয়েছে এই সন্ত্রাসীকে। আর এবার এই বিষয়ে বড় বয়ান দিয়েছেন পাকিস্তানের মন্ত্রী ফাইয়াজ আল হাসান চৌহান। মাসুদের মৃত্যু নিয়ে বড় বিবৃতি দিয়েছেন তিনি।

আরও পড়ুন : কলকাতায় ঘর সাজাচ্ছে RSS? উপেন-কল্যাণের পরে বিক্রম, ভিক্টরের বাড়িতে ভাগবত, জল্পনা তুঙ্গে

সদ্যই পাঞ্জাব (পাকিস্তান) মন্ত্রী ফাইয়াজ আল হাসান চৌহান জানিয়েছেন যে, মাসুদ আজহারের মৃত্যু সংক্রান্ত কোনও খবর তাদের কাছে নেই। সেই সাথে পাকিস্তানের ‘জিও উর্দু’র খবরে বলা হয়েছে, সন্ত্রাসী মাসুদ আজহারের মৃত্যুর খবর ভুল। তারপর থেকেই নেটিজনদের ধারণা, খুব পরিকল্পিত ভাবেই ভারতীয় গোয়েন্দাদের বিপথে চালিত করতে পাক গোয়েন্দা সংস্থা এবং জইশ মাসুদের মৃত্যুর খবর ছড়িয়ে দিয়েছিল।

আরও পড়ুন : প্রতি মাসে ১০০ জনের রাম মন্দির দর্শনের ব্যবস্থা করবেন শুভেন্দু, এইভাবে মিলবে বিশেষ সুবিধা

masood azhar 1280x720

সেই সাথে অনেকেই মনে করছেন, মাসুদ আজহার এখনও পাক তত্ত্বাবধানে বহালতবিয়তেই রয়েছে। ওদিকে বেশ কিছু গোয়েন্দা সংস্থার মতে, বালাকোটের বিমান হানাতেই জখম হন ওই জইশ নেতা। তারপরই তিনি ভেন্টিলেশনে চলে যান। মাঝে একবার শোনা গিয়েছিল, মাসুদের নাকি কিডনি অবধি নষ্ট হয়ে গেছে। যদিও প্রায় ষাট বছর বয়সী মাসুদ আজহারের মৃত্যু নিয়ে এখনও সুনির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। তবে একথাও সত্য যে বালাকোট হামলার পর থেকে মাসুদকে আর দেখাও যায়নি।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর