বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে গবেষণার মাধ্যমে এমন কিছু বিষয় উদ্ভাবন করা হচ্ছে যেগুলি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। সেই রেশ বজায় রেখেই IIT (Indian Institutes of Technology) ইন্দোর তৈরি করেছে GOBAiR। যেটি গোবর (Cow Dung) থেকে প্রাপ্ত একটি প্রাকৃতিক ফোমিং এজেন্ট। যা কংক্রিটের মতো আধুনিক নির্মাণ সামগ্রীর সাথে মিশ্রিত হলে থার্মাল ইন্সুলেশন হিসেবে কাজ করে।
এদিকে, জানা গিয়েছে যে গোবর থেকে তৈরি এটিই প্রথম প্রাকৃতিক ফোমিং এজেন্ট। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, নির্মাণসামগ্রীর সঙ্গে পরিবেশবান্ধব এই পণ্যটি যোগ করলে শুধু বাড়ি নির্মাণের খরচই কমবে না পাশাপাশি, গ্রীষ্মকালে বাড়িগুলি শীতল ও শীতকালে উষ্ণ থাকবে।
এই অনন্য পণ্যটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং বর্তমানে বাজারে উপলব্ধ কেমিক্যাল বেসড ফোমিং এজেন্টের তুলনায় অনেক বেশি পরিবেশবান্ধব এবং এটির খরচও কম। জানিয়ে রাখি যে, অধ্যাপক সন্দীপ চৌধুরী এবং তাঁর ছাত্র সঞ্চিত গুপ্ত দ্বারা তৈরি করা হয়েছে এই GOBAiR। এই প্রসঙ্গে অধ্যাপক সন্দীপ চৌধুরী PTI-কে জানিয়েছেন, “আমরা ভাবছিলাম গোবর থেকে আয় বাড়িয়ে কিভাবে গোশালাগুলিকে সাহায্য করা যায়! সেই সময়ে, আমরা গোবর থেকে প্রাকৃতিক ফোমিং এজেন্ট তৈরির ধারণা নিয়ে আসি এবং আমরা তা বাস্তবায়ন করেছি।”
আরও পড়ুন: “IPL-এ কিছুই শেখার নেই”, থেমে গেল মুস্তাফিজুরের সফর, অদ্ভুত “অজুহাত” BCB-র
বাড়ি নির্মাণে মিলবে সুবিধা: তিনি দাবি করেন, GOBAiR-এর সাহায্যে কম ওজনের কংক্রিট তৈরি করা যায় এবং বাজারে বিদ্যমান নির্মাণ সামগ্রীর তুলনায় এর দাম ২৪ শতাংশ কম। অধ্যাপক জানান, “GOBAiR” মিশিয়ে তৈরি করা নির্মাণ সামগ্রী লাল মাটি থেকে তৈরি ইট এবং “ফ্লাই অ্যাশ” (বিদ্যুৎকেন্দ্র থেকে বের হওয়া ছাই) থেকে তৈরি ইটের তুলনায় বেশ সাশ্রয়ী। এমতাবস্থায়, যদি টাকার পরিপ্রেক্ষিতে লাভের হিসেব করা হয়, তাহলে ভেজা গোবর থেকে বর্তমান আয় প্রতি কেজি ১ টাকা থেকে বেড়ে ৪ টাকার বেশি হতে পারে।
আরও পড়ুন: মোদী 3.0-র জমানায় ঢেলে সাজবে রেল! হবে ১০ থেকে ১২ লক্ষ কোটির বিনিয়োগ, সামনে এল পরিকল্পনা
পেটেন্টের আবেদন: উল্লেখ্য যে, GOBAiR একটি টেকসই নির্মাণ সামগ্রী হিসাবে কংক্রিট, ইট, টাইলস এবং ব্লকগুলিতে যোগ করা যেতে পারে। যার ফলে GOBAiR ব্যবহার করে নির্মাণ আরও পরিবেশবান্ধব হয়ে উঠবে এবং গ্রিন বিল্ডিং রেটিংয়ে আরও পয়েন্ট পেতে সহায়ক হবে। পাশাপাশি জানা গিয়েছে যে, ইতিমধ্যেই “GOBAiR”-এর উদ্ভাবনী প্রযুক্তির পেটেন্টের জন্য আবেদন করা হয়েছে।