বাবরি মসজিদের পক্ষকার বললেন, ‘দেশের জন্য ভাবলে, রাহুল গান্ধী কাশ্মীর না গিয়ে PoK তে গিয়ে রাজনীতি করত”

বাংলা হান্ট ডেস্কঃ অযোধ্যা মামলায় মুসলিম পক্ষকার ইকবাল আনসারি কংগ্রেসের নেতা আর রাহুল গান্ধীর কাশ্মীর সফর নিয়ে চরম ক্ষুব্ধ। ইকবাল আনসারি রাহুল গান্ধী আর কংগ্রেসকে প্রশ্ন ছুঁড়ে বলেন, দেশের অনেক যায়গাতেই সমস্যা আছে, তাহলে রাহুল গান্ধী সেখানে কেন যাচ্ছেন না? রাহুল গান্ধী পাক অধিকৃত কাশ্মীর যেটা ভারতের অংশ, সেখানে গিয়ে কেন রাজনীতি করছেন না? কাশ্মীরে গিয়েই কেন রাজনীতি করছেন রাহুল গান্ধী?  কংগ্রেস কাশ্মীরে ৩৭০ ধারা লাগু করেছিল। কংগ্রেসের নেতা ৭০ বছর পর্যন্ত নিজেদের লাভের জন্য কাশ্মীরের নামে রাজনীতি করেছে। বিগত ৭০ বছর কাশ্মীরের জনতার অবস্থা শোচনীয় ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দিয়ে এক দেশ এক আইন স্থাপন করেছেন।

1546585586 Maulana dp for article

জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর কাশ্মীরের মানুষদের সুবিধা হয়েছে। ইকবাল আনসারি প্রশ্ন তুলে বলেছেন, রাহুল গান্ধী আর কংগ্রেসের যদি দেশ নিয়ে এতই চিন্তা, তাহলে তাঁরা পাকিস্তানে গিয়ে সমস্যার সমাধান করুন, অথবা অন্য কোথাও গিয়ে সমস্যার সমাধান করুক। কিন্তু তাঁরা যেন কাশ্মীর নিয়ে রাজনীতি না করে। রাহুল গান্ধীর এতই যদি ক্ষমতা থাকে, তাহলে তিনি ভারতের অংশ যেটা পাকিস্তান দখল করে রেখেছে, সেখানে গিয়ে রাজনীতি করে সমস্যার সমাধান করুক।

ইকবাল আনসারি ভারতীয় মুসলিমদের তুলনা বীর আবদুল হামিদের সাথে করে বলেন, ভারতীয় মুসলিমরা দেশের জন্য পাকিস্তানের সাথে লড়তে প্রস্তুত। পাকিস্তান আগাগোড়াই ভারতের কাছে হেরে আসছে। আর ওদিকে কংগ্রেস কাশ্মীর নিয়ে রাজনীতি করছে। দেশের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই শান্তি চায়। কংগ্রেস কাশ্মীর নিয়ে রাজনীতি করে ফায়দা তুলতে চাইছে। কংগ্রেসের এই ঘৃণ্য রাজনীতি এবার শেষ হতে চলেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর