মাথায় গোঁজা ফুল, খালি পা বিনা প‍্যান্টেই ছবি শেয়ার ইলিয়ানার!

বাংলাহান্ট ডেস্ক: ইতিমধ্যেই বলিউডে নিজের পাকাপাকি জায়গা বানিয়ে ফেলেছেন ইলিয়ানা ডিক্রুজ (Ileana d’cruz)। মূলত দক্ষিণী ছবির চেনা মুখ হলেও এখন বলিউডেও তিনি একই রকম জনপ্রিয় হয়ে গিয়েছেন। কথা হচ্ছে, ইলিয়ানা ডি ক্রুজকে নিয়ে। বলিউডে তিনি প্রবেশ করেছেন বেশ কিছু দিন হয়ে গিয়েছে। যে কটি ছবি তিনি করেছেন সবকটিই রীতিমতো সুপারহিট।

31BMPG5ILEANADCRUZ

তবে শুধুমাত্র যে অভিনয়ের দিকেই মনোযোগ রয়েছে তাঁর এমনটা কিন্তু নয়। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা ইতিমধ্যেই ১২.২ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। যত দিন যাচ্ছে ততই আরও বাড়ছে সেই সংখ্যাটা। আর বাড়বে নাই বা কেন? মাঝে মাঝেই নানা ফটোশুটের ছবি, ভিডিও নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেন ইলিয়ানা। সম্প্রতি এমনই কিছু ছবি পোস্ট করেছেন তিনি। আর সেই সব ছবি দেখেই রাতের ঘুম উড়েছে নেটিজেনদের।

https://www.instagram.com/p/B8dbmuXALsj/?igshid=1hmfa6i0j8m5a

লকডাউনের জেরে গৃহবন্দি হয়ে রয়েছেন ইলিয়ানাও। তাই বাড়ি বসে পুরোনো ছবিই শেয়ার করছেন তিনি। ফিজির টার্টল আইল‍্যান্ডে বেড়াতে গিয়েছিলেন তিনি আগে। সেই ছবি এখন শেয়ার করেছেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/B8qK477g0VE/?igshid=1mva1k532lb4y

ছবিতে দেখা যাচ্ছে সাদা বিকিনি পরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ছোট করে কাটা চুলে লাগিয়েছেন ফুল। ক‍্যাপশনে লিখেছেন, ‘সেই সময়কার কথা যখন আমার ছোট চুল ছিল। খালি পা ও বিনা প‍্যান্টে তোলা ছবি’। বলা বাহুল‍্য ছবিটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অন্যান্য তারকাদের মতো ইলিয়ানাও বিকিনি ট্রেন্ডে গা ভাসিয়েছেন।

https://www.instagram.com/p/B_Hv3HxAurL/?igshid=113ejl1k39uqx

প্রসঙ্গত, বলিউডে বেশ কিছুদিন আগে পা রেখেছেন ইলিয়ানা ডি ক্রুজ। প্রায় ৪০টি ছবি ইতিমধ্যেই করে ফেলেছেন তিনি। তার মধ্যে রয়েছে বরফি, ফাটা পোস্টার নিকলা হিরো, হিরোপন্তি, রেইড এর মতো ছবি।

https://www.instagram.com/p/B_ABVUTgyq4/?igshid=36uurammv0bi

শেষবার ইলিয়ানাকে দেখা গিয়েছিল পাগলপন্তি ছবিতে। তাঁর বিপরীতে ছিলেন অনিল কাপুর ও জন আব্রাহাম। এরপরে দ‍্য বিগ বুল ছবিতে দেখা যাবে তাঁকে। তাঁর সঙ্গে এই ছবিতে রয়েছেন অভিষেক বচ্চন, অজয় দেবগণ ও চাঙ্কি পাণ্ডে।

Niranjana Nag

সম্পর্কিত খবর