বাংলাহান্ট ডেস্ক: অতি সম্প্রতি রবিবার অনুষ্ঠিত হয়েছে সা রে গা মা পা (saregamapa) গ্র্যান্ড ফিনালে (grand finale)। টানা সাত মাসের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফাইনাল ছয় জনের প্রতিযোগীর মধ্যে শেষমেষ ইমন চক্রবর্তীর (iman chakraborty) টিমের অর্কদীপ মিশ্রর (arkodeep mishra) হাতে উঠল বিজয়ীর ট্রোফি।
আর এতেই আপত্তি নেটিজেনদের একাংশের। তাঁদের বক্তব্য অর্কদীপের তুলনায় অনুষ্কা বা নীহারিকা অনেক বেশি দাবিদার বিজয়ীর ট্রোফির। অর্কদীপকে বিজেতা করার সিদ্ধান্ত একেবারেই ভুল বলে দাবি তাদের। গুরুভাই অর্কদীপকে নিয়ে তিনি গর্বিত, সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করায় ইমনকেও আক্রমণ করতে ছাড়েনি নেটজনতা। ইমন নাকি টাকা খাইয়ে অর্কদীপকে জিতিয়েছে, এমনি দাবি তাদের।
অবশেষে সমস্ত রকম অভিযোগ, কটুক্তির জবাব দিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা। ফেসবুক লাইভে এসে সরাসরি নেটিজেনদের উদ্দেশে তোপ দাগলেন ইমন। তাঁর প্রশ্ন, একটা ছেলে প্রথম হয়েছে। এতে এত সমালোচনা কেন? অর্কদীপের জায়গায় যদি নীহারিকা প্রথম হত তাতেও কিছু মানুষের সমস্যা থাকত। তখন বলা হত অর্ক বাংলা লোকগান গায়। আমাদের সেটা শোনানো হচ্ছে না কেন।
ইমন আরো বলেন, ‘ছেলেটার মনের অবস্থাটা ভেবে দেখেছেন? ওখানে যারা বিচারকের আসনে রয়েছেন তাঁরা সকলেই পারদর্শী। গান বাজনা শিখে তবেই ওখানে বসেছেন। শঙ্কর মহাদেবন, শ্রীকান্ত আচার্য, মিকা সিং, জয় সরকারদের যোগ্যতা নিয়ে আপনারা কমেন্ট করছেন। নিজেদের কোথায় নামাচ্ছেন।’
অনেকেই অভিযোগ করেছেন ইমন টাকা খাইয়ে অর্কদীপকে বিজেতার ট্রোফি এনে দিয়েছেন। এই বিষয়ে গায়িকা বলেন, ‘আমার অত টাকা নেই। আমি নিজের জন্যই কখনো কাউকে টাকা খাওয়াইনি। আর টাকা খাওয়াতে হলে আমি সমদীপ্তাকে রাখতাম, জ্যোতিকে রাখতাম। আমার টিমের সবাইকে রাখতাম।’
ইমন জানান, তিনি ও অর্কদীপ গুরুভাই। একই গুরুর কাছে গান শিখেছেন তাঁরা। সেই সূত্রে অনেকদিন ধরেই অর্কদীপকে চেনেন তিনি। কিন্তু এই লড়াইটা ওর নিজের। ছয় জন প্রতিযোগীর মধ্যে সকলেই সমান দাবিদার। কিন্তু শুধু মাত্র সেদিনের পারফরম্যান্সের বিচারে বিজেতা নির্বাচন করা হয়েছে।