শোভন ও অর্কদীপকে নিয়ে কুরুচিকর কটাক্ষ, যোগ‍্য জবাব দিলেন ইমন

বাংলাহান্ট ডেস্ক: আবারো সোশ‍্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণের মুখে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (iman chakraborty)। এর আগে বিয়ের পর শাঁখা পলা না পরা থেকে শুরু করে প্রাক্তন শোভন গাঙ্গুলীর প্রসঙ্গ তুলে কটাক্ষ করা হয়েছিল গায়িকাকে। অতি সম্প্রতি তাঁর টিম থেকে অর্কদীপ মিশ্র সারেগামাপার বিজেতা হওয়াতেও তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন ইমন। এমনকি অভিযোগ উঠেছিল তিনি নাকি টাকা খাইয়ে অর্কদীপকে বিজেতা করেছেন।

লাইভে এসে সেই সব সমালোচনার জবাবও দিয়েছেন ইমন। তারপর কিছুদিন কাটতে না কাটতেই আবারো ট্রোলের মুখে পড়লেন তিনি। ফের শোভনের প্রসঙ্গ তুলে কটাক্ষ করা হয়েছে ইমনকে। এখানেই শেষ নয়। সারেগামাপার মঞ্চে ইমনের নাচ নিয়েও সমস‍্যা নেটিজেনদের একাংশের।

IMG 20210423 194755
দুটি কমেন্টের স্ক্রিনশট নিজের সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গায়িকা। এক মহিলা লিখেছেন, ‘শোভন সাথে থাকবে না অক্ক?’ এর উত্তরে আবার আরেক মহিলা লিখেছেন, ‘দারুন বলেছেন। উনি নিজের কেরিয়ার গান থেকে নাচে শিফট করতে পারেন। যখন তুমি একজন গ্রুমার তখন ফাইনাল স্টেজে এত নাচের কি হয়েছে। এটাই বোঝা যায় পরিপক্কতার অভাব। কই আকৃতি তো সিট ছেড়ে নাচেননি’।

কমেন্ট দুটির স্ক্রিনশট শেয়ার করে ইমন লিখেছেন, ‘তাই বলছি এইভাবে যারা গাল দিচ্ছেন বাড়িতে বসেই দিন। বাড়ির বাইরে বেরিয়ে দেবেন না। চারিদিকে কোভিড। হাতে স্মার্ট ফোন, ঘরে বসে বসেই এখন গাল দেওয়া যায়। কি ভালো না? মাস্ক পরুন। দূরত্ব বজায় রাখুন ও গালি দিন।’

177215064 3946745268718593 3282007478336776761 n
এর আগেও প্রাক্তন শোভনকে নিয়ে কটাক্ষ করা হয়েছিল ইমনকে। বিয়ের বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন তিনি। আর তাতেই প্রাক্তন প্রেমিককে নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন ইমন। আর তার উচিত জবাবও দিয়েছিলেন গায়িকা।

ইমনের শেয়ার করা একটি ছবিতে দেখা গিয়েছে দুর্নিবার, উজ্জয়িনী সহ ইমনের গানের জগতের বন্ধু বান্ধবদের। সেই ছবিতেই এক ব‍্যক্তি কমেন্ট করেন, দুর্নিবার রয়েছে, শোভন কই? পালটা ইমনের জবাব, শোভন বাড়িতে আছে দাদা। গায়িকার এমন সপাটে জবাব বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের।

Niranjana Nag

সম্পর্কিত খবর