বাংলা হান্ট ডেস্কঃ জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty) গত কিছুদিন ধরেই নানা কারণে আলোচনার কেন্দ্রে। উন্নয়নের পাঁচালি গাওয়ার পর থেকে তাঁকে ঘিরে রাজনৈতিক জল্পনা, সমালোচনা এবং প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। রাজনীতি থেকে নিজেকে দূরে রাখার কথা বললেও, তাঁর উপস্থিতি ও বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
উন্নয়নের পাঁচালী গাওয়ার দিন থেকেই আলোচনায় ইমন চক্রবর্তী (Iman Chakraborty)
উন্নয়নের পাঁচালি গাওয়ার দিন থেকেই ইমন চক্রবর্তীকে (Iman Chakraborty) ‘শাসকদলের চামচা’ সহ নানা বিশেষণে আক্রমণ করা হচ্ছে। যদিও ইমন প্রথম থেকেই নিজেকে অরাজনৈতিক বলেই দাবি করে আসছেন। তাঁর বক্তব্য, তিনি রাজনীতি বোঝেন না, তিনি বোঝেন মানুষ আর ভালবাসা।
তবে ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলেও জানা যায়। এই কারণেই তাঁকে ঘিরে রাজনৈতিক জল্পনা আরও বেড়েছে। একবার তাঁকে প্রশ্ন করা হয়েছিল, আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি কি কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন? সেই সময় ইমন (Iman Chakraborty) স্পষ্ট জানান, যেকোনো দলের তরফে গান গাওয়ার বা পারফর্ম করার ডাক পেলেই তিনি অনুষ্ঠান করবেন। কিন্তু কোনও দলেই তিনি যোগ দিচ্ছেন না।
এর মধ্যেই উন্নয়নের পাঁচালি গাওয়ার পর সেদিনই তিনি দুর্গাঙ্গনের ভিত্তিপ্রস্থর স্থাপনে উপস্থিত ছিলেন। সেখানে আবারও বিতর্ক দানা বাঁধে। ওই দিন ইমন (Iman Chakraborty) দেবী বন্দনা এবং শিব স্তোত্রম পাঠ করেন। সেই মঞ্চে তাঁর উপস্থিতি ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়।
সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেত্রী পার্নো মিত্র। এর পর থেকেই কানাঘুষো শুরু হয়, ইমন চক্রবর্তী (Iman Chakraborty) নাকি বিধানসভা নির্বাচনে নামতে পারেন। যদিও এই দাবি তিনি বারবার উড়িয়ে দিয়েছেন। ভিত্তিপ্রস্থর স্থাপনের অনুষ্ঠানের প্রসঙ্গ উঠতেই ইমন নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় তিনি আপ্লুত। ইমন লেখেন, এই ঐতিহাসিক দিনে দিদি তাঁকে মঞ্চে ওঠার সুযোগ দিয়েছেন, এটাই তাঁর কাছে অনেক বড় বিষয়। এদিন মঞ্চে দাঁড়িয়েও ইমন বলেন, “আমি রাজনীতি বুঝি না। ভালবাসা বুঝি, মানুষ বুঝি। দিদিকে আবারও ধন্যবাদ।”

আরও পড়ুনঃ বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার থাকবে তো? রাজ্যের প্রকল্প নিয়ে বড় কথা বলে দিলেন অমিত শাহ
প্রসঙ্গত, বর্তমানে ইমন চক্রবর্তী (Iman Chakraborty) বাংলা সংস্কৃতির অন্যতম পরিচিত মুখ। মাঝেমধ্যেই তাঁকে ‘সারেগামাপা’-র মঞ্চে বিচারক হিসেবেও দেখা যাচ্ছে। গানকে কেন্দ্র করেই তাঁর পথচলা, কিন্তু সেই পথ চলার মাঝেই বারবার রাজনীতির আলো এসে পড়ছে ইমনের উপর।












