বিয়ের দু বছরের মাথায় মা হচ্ছেন ইমন! গায়িকার সোশ্যাল মিডিয়া পোস্টে বিশেষ ইঙ্গিত

বাংলাহান্ট ডেস্ক: কোনো না কোনো কারণে প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। জাতীয় পুরস্কার জয়ী গায়িকা হওয়ার পরেও ট্রোলের হাত থেকে রেহাই পান না তিনি। কখনো তাঁর গানের ধরণ নিয়ে, কখনো রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করা নিয়ে, এমনকি ইমনের ব্যক্তিগত জীবন নিয়েও লেগে থাকে বিতর্ক।

তবে এবার অন্য একটি কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই খবর ছড়িয়েছে, মা হতে চলেছেন ইমন। বিয়ের দু বছর কাটতেই নতুন সদস্য আসছে তাঁর এবং নীলাঞ্জনের পরিবারে। এমনি খবরে সম্প্রতি তোলপাড় হয় নেটদুনিয়া।

imam

কিন্তু হঠাৎ এমন খবর ছড়ানোর কারণ কী? আসলে ইমনের একটি পোস্ট থেকেই প্রথম সন্দেহ জাগে নেটিজেনদের মনে। একটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘আর বিলম্ব না না’। এই পোস্ট দেখেই কমেন্ট বক্সে শুভেচ্ছা জানাতে শুরু করে দেন নেটনাগরিকরা। কেউ লেখেন, জগন্নাথ আসছেন ইমনের ঘরে। কেউ আবার আগামীতে জীবনে পরিবর্তন আসার জন্য শুভেচ্ছা জানান।

তবে কি সত্যিই সুখবর? হ্যাঁ খবর ভাল তাতে সন্দেহ নেই। তবে নেটিজেনরা যেমনটা ভাবছেন তেমনটা কিন্তু ঘটেনি। না, এখনই মা হচ্ছেন না ইমন। তাঁর পোস্টে ভুল বোঝাবুঝির বহর দেখে গায়িকা নিজেই আরেকটি পোস্টে ধোঁয়াশা দূর করেন। তিনি লেখেন, ‘বন্ধুগণ আমি আমার গানের কথা বলছিলাম। অন্য ভাল কোনো খবর হলে আমরা নিজেরাই দেব। দয়া করে অন্য কিছু ভাববেন না’।

আসলে অতি সম্প্রতি ইমনের নতুন গান ‘তোমাকে দেখব বলে’ মুক্তি পেয়েছে। একটু অন্য রকম ভাবে সেই গানের ঘোষণা করেন গায়িকা। সেই সংক্রান্ত পোস্ট দেখেই নেটিজেনরা ভেবে বসেন ইমন অন্তঃসত্ত্বা। আপাতত তাঁদের সেই আশায় নিজেই জল ঢেলে দিয়েছেন গায়িকা।

Niranjana Nag

সম্পর্কিত খবর