শুরু হচ্ছে জীবনের নয়া অধ‍্যায়, হবু বরকে পাশে নিয়েই আইবুড়ো ভাত খেলেন ইমন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিয়ের আর খুব বেশিদিন বাকি নেই। খুব শীঘ্রই জীবনের নতুন অধ‍্যায় শুরু করতে চলেছেন ইমন চক্রবর্তী (iman chakraborty)। সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষের (nilanjan ghosh) মধ‍্যেই নিজের জীবন সঙ্গীকে খুঁজে পেয়েছেন তিনি। এবার হবু বরের পাশে বসেই পাত পেড়ে আইবুড়ো ভাত খেলেন ইমন।

আইবুড়ো ভাত পর্ব শুরু হয়ে গেল ইমন ও নীলাঞ্জনের। গোলাপি সোনালি শাড়ি ও সোনার গয়নায় সেজে আইবুড়ো খেলেন ইমন। পাশে নীলাঞ্জনের পরনে ছিল কালো পাঞ্জাবি, জহর কোট ও ডেনিম। বয়োজ‍্যেষ্ঠরা আশীর্বাদ করলেন হবু দম্পতিকে।


এদিন আইবুড়ো ভাতের থালায় ছিল ভাত, পাঁচ রকম ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, সরষে ইলিশ, কাতলা কালিয়া ও খাসির মাংস। নীলাঞ্জনের পাশে বসে জমিয়ে খেলেন গায়িকা। ছবিগুলিও নিজের ইনস্টা হ‍্যান্ডেলে নিজেই শেয়ার করেছেন তিনি।

https://www.instagram.com/p/CJFvgh7g4BJ/?igshid=an41cnlbb6pg

কিছুদিন আগে নীলাঞ্জনের সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন ইমন। সেই অ্যালবাম থেকেই একটি নতুন ছবি শেয়ার করেন গায়িকা। ছবিতে দেখা যায় বেঞ্চে নীলাঞ্জনের কোলে মাথা রেখে নিশ্চিন্তে শুয়ে রয়েছেন তিনি। তুমুল ভাইরাল হয়েছিল সেই ছবি।

https://www.instagram.com/p/CJDBxJZg3Fo/?igshid=1cckmqdwz6wr6

পুজোর মধ‍্যেই সব জল্পনা কল্পনা সত‍্যি করে এনগেজমেন্ট সেরে ফেলেন ইমন। আগামী বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। জাঁকজমক করে বিয়ের পরেই নীলাঞ্জনের সঙ্গে গুছিয়ে সংসার পাতবেন তিনি।

https://www.instagram.com/p/CI3vKppgfka/?igshid=1pbx51oygzt9o

ইমনের পাত্র নীলাঞ্জন ঘোষ পেশায় সঙ্গীত পরিচালক। দীর্ঘদিনের পরিচয় দুজনের। কিন্তু প্রেমটা শুরু হয় গত বছর ডিসেম্বর মাসে। প্রায় এক বছর প্রেম করে সম্পর্কে শীলমোহর বসাতে চলেছেন ইমন ও নীলাঞ্জন। হবু বর সম্পর্কে ইমনের বক্তব‍্য, ঠিক বাবার মতোই শাসন, যত্ন, স্নেহ করেন নীলাঞ্জন।

প্রসঙ্গত, এই মুহূর্তে জি বাংলার সা রে গা মা পা এর নতুন সিজনে সঙ্গীতগুরুর আসনে বসেছেন ইমন চক্রবর্তী। এছাড়া কয়েকদিন আগেই বাদশার গেন্দা ফুল মিউজিক ভিডিওর তবলা ফোক ভার্সনে গান গাইতে দেখা গিয়েছে তাঁকে।

X