বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে করোনা পরিস্থিতি দিনে দিনে আরও ভয়াল হয়ে উঠছে। মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা দেশ। একেরপর এক রেকর্ড ভেঙে করোনা ক্রমে ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে ট্রেন যাত্রা নিয়ে একাধিক প্রশ্ন ঘোরাঘুরি করছে যাত্রীদের মনে। এমনকি সম্প্রতি গত বছরের লকডাউন (Lockdown) পর্বের একাধিক ছবিও ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। যার কারণে জনমানসে ট্রেন যাত্রা নিয়ে আতঙ্কও সৃষ্টি হচ্ছে।
সেই বিষয়টি নজরে আসে রেলের (Indian Railway)। তাই মানুষ যাতে আতঙ্কিত হয়ে না পড়নে এবং স্টেশনগুলিতে কোনও মতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য দক্ষিণ-পূর্ব রেলের এজিএম সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘আতঙ্কিত হওয়ার মত কোনও পরিস্থিতি তৈরি হয়নি, কেউ আতঙ্কিত হবেন না’। পাশাপাশি রেলের (Rail) তরফে এও জানানো হয়, পরিস্থিতি বিবেচনা করে রাজ্য সরকারের সহযোগীতা এবং নির্দেশিকা মেনেই কাজ করছে রেল’।
1,490 specials trains being operated on an average per day. 28 special trains are being operated as clones of highly patronised trains. Overall 70% train services restored. To clear rush, additional trains being run during April-May: Chairman & CEO, Railway Board
(file pic) pic.twitter.com/Iv7P1tnP4s— ANI (@ANI) April 16, 2021
তদুপরি, বিভ্রান্তি এড়াতে একাধিক বিষয়ের উপর আরও জোর দেবে রেল বলে জানা গিয়েছে। সেগুলি হল—
● প্রয়োজনীয়তা বুঝেই ট্রেন চালানো হবে।
●ভীড় সামাল দিতে অতিরিক্ত ট্রেন।
●সবরকম পরিস্থিতির দিকে নজর।
●আরও বাড়তি ট্রেন চালানোর আবেদন এলেই, তা সঙ্গে সঙ্গে চালানোর ব্যবস্থা।
●দেশের সর্বত্র মিলিয়ে রেলের কাছে সাড়ে চার হাজার করোনা কোচ আছে। প্রয়োজন মত সেগুলিও ব্যবহার করা হবে।
●শ্রমিক স্পেশাল ট্রেনের পরিবর্তে সামার স্পেশাল ট্রেন।
●নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে থাকবে না কোনও বাঁধা।
তবে রেলের (Indian Rail) তরফে যাত্রীদের কাছে আবেদন হল, যাদের প্রয়োজন তারাই ট্রেন সফর করুন এবং অবশ্যই করোনা বিধি মেনে চলুন। এমনকি এও বলা হয়, এখনই ট্রেন চলাচল বন্ধের কোনও পরিকল্পনা নেই।