রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য নয়া আপডেট! গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল অর্থ দপ্তর

Published on:

Published on:

Government of West Bengal(2)

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে ডিএ সহ একাধিক ইস্যুতে উত্তাল রয়েছে রাজ্য। বহুদিন যাবৎ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। সুপ্রিম কোর্টে চলছে সেই সংক্রান্ত শুনানি। এরই মধ্যে এবার রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প (West Bengal Health Scheme) নিয়ে অর্থ দপ্তরের নতুন নির্দেশিকা জারি হল। কী বলা হয়েছে সরকারি (Government of West Bengal) নির্দেশিকায়? আপডেট জেনে নিন।

স্বাস্থ্য প্রকল্প গুরুত্বপূর্ণ নির্দেশিকা | Government of West Bengal

সম্প্রতি সরকারি কর্মী তথা পেনশনভোগীদের জন্যে গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে। অর্থ দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে যে, কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এই প্রকল্পে নথিভুক্তিকরণ এবং তথ্য আপডেটের সময়সীমা বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তি বলছে, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পে (WBHS) কর্মচারী এবং পেনশনভোগীদের নাম নথিভুক্ত করার শেষ তারিখ বাড়িয়ে ৩১শে অক্টোবর, ২০২৫ পর্যন্ত করা হয়েছে। যারা এখনও পর্যন্ত এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেননি, তাদের কথা মাথায় রেখে নয়া নির্দেশিকা জারি হয়েছে। যারা এখনও নিজেদের নাম নথিভুক্ত করেননি তাঁরা কিছুটা স্বস্তি পেয়েছেন নয়া নির্দেশিকায়।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, সরকারি চাকরিতে নতুন যোগদানকারীদের জন্য নথিভুক্তিকরণের নিয়মাবলী পূর্বে যা ছিল তাই থাকবে, যা ২০১২ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত হয়েছিল। চাকরিতে যোগদানের দুই বছর পর্যন্ত যোগদান করতে পারবেন বলে পূর্বে নির্ধারিত হয়েছিল।

government employees(3)

আরও পড়ুন: সুপ্রিম নির্দেশ থাকার পরও হাইকোর্ট শর্ত দেয় কীভাবে? রাজ্যকে আদালত অবমাননার মামলা করতে বললেন প্রধান বিচারপতি

সঠিক সময়ে নিজেদের নাম নথিভুক্তিকরণ ও তথ্য আপডেট করে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের সম্পূর্ণ সুবিধা নিতে পারেন সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। যেসব সরকারি কর্মচারী অবসরের সময় পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের অধীনে নথিভুক্ত ছিলেন, যদি তাঁরা নিজে থেকে নাম প্রত্যাহার না করেন তাহলে অবসরের তারিখ থেকেই এই প্রকল্পের আওতায় থাকবেন।