শুধু তেলই নয়! রাশিয়া থেকে এই পণ্যও আমদানি করছে ভারত, ৮ মাসে বৃদ্ধি পেয়েছে ১,৩১৩ শতাংশ

বাংলা হান্ট ডেস্ক: গত কয়েক মাসে রাশিয়া (Russia) থেকে ভারতে (India) অপরিশোধিত তেল (Crude Oil) আমদানির পরিমান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি, ভারত অন্যান্য কিছু পণ্যেরও আমদানি দ্রুত বাড়াচ্ছে বলে জানা গিয়েছে। যার মধ্যে রয়েছে ধনে বীজও (Coriander Seed)।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, অতীতে রাশিয়া থেকে ভারত শুধুমাত্র কয়লা এবং পেট্রোলিয়ামের মত পণ্য আমদানি করত। যদিও, বিগত কয়েকবছর ধরে আরও কিছু নতুন পন্য ওই তালিকায় যুক্ত হয়েছে। ইতিমধ্যেই রাশিয়া থেকে ধনে বীজ, মশলা সহ একাধিক সামগ্রী আমদানির পরিমান লাফিয়ে লাফিয়ে বেড়েছে। শুধু তাই নয়, ভারতের সরকারি বাণিজ্যিক পরিসংখ্যান থেকে জানা গিয়েছে যে, চলতি অর্থবর্ষের প্রথম ৮ মাসে ধনে বীজের আমদানি ১,৩১৩ শতাংশ বেড়ে ২৩ হাজার টনেরও বেশি হয়েছে।

মশলা আমদানি বেড়েছে ১,২০০ শতাংশ: মূলত, রাশিয়া থেকে মশলা আমদানির পরিমান দ্রুত বাড়ছে। সামগ্রিক তথ্যের দিকে তাকালে দেখা যাবে যে, গত এপ্রিল থেকে নভেম্বরে রাশিয়া থেকে মশলা আমদানি ১,২৭২ শতাংশ বেড়ে ১৮.৬৪ মিলিয়ন ডলারে পৌঁছেছে। যা তার আগের বছরের একই সময়ে ১.৩৬ মিলিয়ন ডলার ছিল বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, এপ্রিল থেকে নভেম্বরে ভারতে মোট ধনে বীজের আমদানি বছরে প্রায় ২৫০ শতাংশ বেড়ে ২৬,১৪৩ টন হয়েছে। উল্লেখ্য যে, ভারতে ধনে বীজ আমদানির ক্ষেত্রে রাশিয়ার অংশীদারিত্ব ছিল ৮৮ শতাংশ। এমন পরিস্থিতিতে এপ্রিল থেকে নভেম্বরে রাশিয়া থেকে পণ্য আমদানি বছরে দ্বিগুণেরও বেশি বেড়ে ১০.২০ মিলিয়ন ডলার থেকে ২২.২৪ মিলিয়ন ডলার হয়েছে।

ধনের শীর্ষস্থানীয় রপ্তানিকারী দেশ: ধনে রপ্তানিকারক দেশগুলির মধ্যে রয়েছে রাশিয়া, ইতালি ও বুলগেরিয়া। এদিকে, ইতালি এবং বুলগেরিয়া থেকে ধনে বীজ আমদানির পরিমান বছরের পর বছর তীব্রভাবে হ্রাস পেয়েছে। ২০২১-২২ সালের অর্থবর্ষের প্রথম আট মাসে ইতালি ভারতের বৃহত্তম মশলা সরবরাহকারী ছিল। যেখানে বুলগেরিয়া ছিল রাশিয়ার পরে তৃতীয় স্থানে। উল্লেখ্য যে, ধনে হল একটি রবি শস্য। যা অক্টোবর থেকে ডিসেম্বর মাসে বপন করা হয় এবং ফেব্রুয়ারি থেকে মে মাসে ফসল উৎপন্ন হয়ে যায়। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাট হল ভারতের প্রধান ধনে উৎপাদনকারী রাজ্য। ঈগল, ডাবল প্যারট, সিঙ্গেল প্যারট এবং সুপার গ্রিন হল ভারতে ধনে বীজের সবচেয়ে উৎকৃষ্ট জাত।

modi putin a

পণ্য রপ্তানি কমেছে: এপ্রিল-নভেম্বরে দেশে পণ্য রপ্তানির পরিমান ৫,০৫০ টন কমে প্রায় ২১,৩১৭ টনে দাঁড়িয়েছে। গত অর্থবর্ষের একই সময়ের তুলনায় রপ্তানি ১২ শতাংশ হ্রাস পেয়েছে। যেখানে ২০২০-২১ সালের এপ্রিল থেকে নভেম্বরে এটা ১৮.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর