ইজরায়েলকে স্বীকৃতি দিলে আমাদের কাশ্মীর ছেড়ে দিতে হবে! বললেন ইমরান খান

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) ইজরায়েলের (Israel) সাথে রাজনৈতিক সম্পর্ক স্থাপিত করার কোনও সম্ভাবনাকে খারিজ করে দিয়েছেন। ইমরান খান একটি ব্যাক্তিগত্ত সংবাদমাধ্যমে মঙ্গলবার দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, ‘ইজরায়েল নিয়ে আমাদের নীতি স্পষ্ট, মোহম্মদ আলী জিন্নাহ বলেছিলেন, পাকিস্তান ততদিন ইজরায়েলকে স্বীকার করবে না, যতদিন না ফিলিস্তিনিদের অধিকার আর স্বাধীন দেশ দেওয়া হচ্ছে।”

imran khan 5

ইমরান খান বলেন, পাকিস্তান আর ইজরায়েলের মধ্যে কোনও রাজনৈতিক সম্পর্ক নেই, আর দুই দেশের বিমান একে অপরের দেশের বায়ুসীমা ব্যবহার করার কোনও অনুমতিও নেই। ইমরান খান বলেন, যদি আমরা ইজরায়েলকে মেনে নিই, তাহলে ফিলিস্তিনি দ্বারা সহ্য করা অত্যাচারকে নজরান্দাজ করা হবে। আর এটা করলে, আমাদের কাশ্মীরও ছেড়ে দিতে হবে, যেটা আমরা কখনোই করতে চাই না।”

ইমরান খান এই মন্তব্য সংযুক্ত রাষ্ট্র আর ইজরায়েলের মধ্যে সম্প্রতি হয়ে যাওয়া শান্তির বার্তার পর আসে। UAE ইজরায়েলের সাথে শান্তি সমঝোতা করা তৃতীয় আরব দেশ হয়ে গেছে। পাকিস্তানে এখন এও প্রশ্ন করেছে যে, যখন আরব দেশ গুলো বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণের ফলে ইজরায়েলকে স্বীকার করে নিয়েছে, তখন পাকিস্তান এখনোও কেন ইজরায়েলের প্রতি বিরোধী নীতি আপন করছে?

ইমরান খান এটাও খারিজ কএর দেন যে, কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের সাথে সৌদি আরবের সম্পর্কে ফাটল ধরেছে। উনি বলেন, সৌদি আরব আমাদের প্রধান বন্ধুদের মধ্যে একজন, আর আমাদের সম্পর্ক এখনো সেই আগের মতই আছে। এই সম্পর্কে ফাটল ধরবে না।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর