বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি। প্রথমবারের মতো কোনো হিন্দু প্রার্থী হয়ত লড়তে চলেছেন এই খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের জেলায়। সবীরা প্রকাশ প্রার্থী হতে চলেছেন খাইবার পাখতুনখোয়ার বুনের পিকে-২৫ আসন থেকে। তিনি লড়াই করবেন পিপিপি-র প্রার্থী হয়ে।
মনোয়ন জমা দেওয়া হলেও সবীরা প্রকাশের প্রার্থীপদে শিলমোহর এখনো দেয়নি পিপিপি-র শীর্ষ নেতৃত্ব। তবে নির্বাচনে লড়াই করার ব্যাপারে যথেষ্ট আশাবাদী সবীরা। পেশায় একজন চিকিৎসক সবীরা। গত বছর তিনি অ্যাবোটাবাদ মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসক হিসাবে উত্তীর্ণ হন। এই তরুণীর বাবা ওম প্রকাশও পেশায় একজন চিকিৎসক ছিলেন।
আরোও পড়ুন : রামদর্শন এবার আরোও সহজ! আকাশপথে জুড়ছে কলকাতা আর অযোধ্যা, উচ্ছ্বসিত রাজ্যবাসী
৩৫ বছর ধরে পিপিপি-র হয়ে কাজ করা ওম প্রকাশ পেশা জীবন থেকে এখন অবসর নিয়েছেন। একটি সাক্ষাৎকারে এই চিকিৎসক তরুণী জানিয়েছেন, আমি আমার বাবার দেখানো পথে হাঁটতে চাই। দরিদ্র মানুষের সেবার জন্য কাজ করতে চাই। অ্যাবোটাবাদ মেডিক্যাল কলেজ থেকে ২০২২ সালে ডাক্তারি ডিগ্রী লাভ করেছেন সবীরা।
আরোও পড়ুন : কলকাতায় এসেই হঠাৎ মমতার পাড়ায় পৌঁছে গেলেন অমিত শাহ! তারপর যা হল…
কোয়ামি ওয়াতন পার্টির সলিম খান বলেছেন, সবীরা প্রথম মহিলা হিসেবে নির্বাচনে মনোনয়ন পেশ করেছেন বুনের জেলা থেকে। সবীরা এই নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে যথেষ্ট আশাবাদী। সবীরা জানিয়েছেন তিনি তার এলাকার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কাজ করতে চান। রক্ষণশীল মানসিকতার ঘেরাটোপ সড়িয়ে তিন চান মহিলাদের উন্নয়নের পথের সাথী করতে।
پاکستان پیپلز پارٹی ایک اور تاریخ رقم کرنے جارہی ہے۔
بونیر کی تاریخ میں پہلی بار پچیس سالہ خاتون ڈاکٹر سویرا پرکاش بونیر کے حلقہ پچیس سے پاکستان پیپلز پارٹی کے طرف نامزد کیا گیا ہے۔ pic.twitter.com/uIpiCArsgZ— Rab Nawaz Baloch (@RabNBaloch) December 25, 2023
সবীরা বর্তমানে বুনের জেলায় পিপিপি-র মহিলা শাখার সাধারণ সম্পাদক। বুনের অঞ্চলের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইমরান নৌশাদ খান বিপুল প্রশংসা করেছেন সবীরার। ইমরান নৌশাদ বলছেন, রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, পুরুষতান্ত্রিক সমাজে সবীরার কাজ প্রশংসাযোগ্য। পাকিস্তানের সাথে বুনের যুক্ত হওয়ার পর প্রথম কোনও মহিলা নির্বাচনে লড়াই করতে চলেছেন এই কেন্দ্র থেকে।