সিনেমা হোক বা রিয়েল লাইফ, একটা সময় সম্পর্কে (Relationship) মনের কথা পার্টনারকে বলতে এগিয়ে আসতে হত পুরুষদেরই। তবে, এখন এই বিষয়ে মহিলারাও কম যান না। তাঁরাও মনের কথা মুখে আনতে সক্ষম। তবে, বেশিরভাগ সময়েই তাঁরা চান, যাতে সম্পর্কের (Relationship) উল্টোদিকের মানুষটি তাঁকে নিজের মনের কথা বলে। নিজের মনের ইচ্ছে প্রকাশ করে। আর অন্যদিকে হয়তো সেই পার্টনারটি বুঝতেই পারেন না অপরজনের চাহিদার কথা।
একজন মহিলা নিজের মনের কথা সচরাচর মুখে আনতে লজ্জাই পান। তাই তাঁরা সর্বদা চান যেন অপর মানুষটি তাঁর কাছে এসে মনের কথা বলুক। আবার মহিলাদের এই চাওয়ার কথা বুঝতে পারেন না অনেক পুরুষই। মহিলারা সচরাচর নিজের ভঙ্গিমা দিয়েই মনের কথা ওপর মানুষকে বোঝানোর চেষ্টা করেন। আর পুরুষ অনেক সময় সেটিতে গুরুত্ব আরোপ করেন না। আর এই ভুল করবেন না।
বেশিরভাগ সময়েই তাঁরা চান, যাতে সম্পর্কের (Relationship) উল্টোদিকের মানুষটি তাঁকে নিজের মনের কথা বলে
জেনে নিন মহিলাদের কোন ভঙ্গির মানে কী। আপনার সামনে থাকা মহিলাটি যদি চুল নিয়ে খেলা করতে শুরু করেন, তাহলে বুঝতে হবে, সে আপনার কাছে নিজেকে ধরা দিতে চাইছে। আবার ধরুন মেয়েটি আপনার চোখের দিকে বারংবার তাকাচ্ছে, তাহলে বুঝতে হবে, সে আপনাকে কিছু বলতে চায়। মহিলাদের এই ভঙ্গিমাগুলি কখনওই এড়িয়ে যাবেন না। এতে তাঁদের ইচ্ছে নষ্ট হয়ে যেতে পারে।
আপনার পার্টনার যদি নিজের গায়ে নিজেই হাত দিতে থাকে তাহলে বুঝবেন, তিনি আপনাকে কাছে ডাকছেন। পার্টিনারের কাছে গিয়ে যদি দেখেন তিনি খুব জোড়ে জোড়ে শ্বাস নিচ্ছে, তাহলে বুঝে নেবেন তিনি আপনাকে আরও কাছে যাওয়ার অনুমতি দিয়েছেন। অন্যদিকে একজন মহিলা যখন নিজের ঠোঁট কামড়াতে থাকে, তখনই বুঝে নিয়ে হবে তিনি আপনাকে তাঁর কাছে ডাকছেন আর কিছু বলার চেষ্টা করছেন।