কোন শাসক প্রাচীনকালে বানিয়েছিলেন রাম মন্দির? নামটি জানলে হয়ে যাবেন “থ”

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সমগ্র দেশজুড়ে (India) অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) উদ্বোধনের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। শুধু তাই নয়, রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রসঙ্গেও জোরকদমে চলছে প্রস্তুতি। প্রতিদিনই, বিভিন্ন নতুন নতুন আপডেট সামনে আসছে এই অনুষ্ঠানের। এমতাবস্থায়, যুদ্ধকালীন তৎপরতায় রাম মন্দিরের নির্মাণের কাজও শেষ করা হচ্ছে।

নির্ধারিত তারিখ অনুযায়ী, চলতি মাসের ২২ জানুয়ারি রাম মন্দিরে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হবে। এদিকে, মহাসমারোহে এইভাবে রাম মন্দিরের উদ্বোধনের বিষয়টি সম্পন্ন হলেও আপনি কি জানেন প্রাচীনকালের কোন শাসক অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছিলেন? অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন না। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

In ancient times, this ruler built the Ram Mandir

মনে করা হয় যে, ভগবান শ্রী রামের জল সমাধি গ্রহণের পরে অযোধ্যা নির্জন হয়ে গিয়েছিল। এমতাবস্থায়, ভগবান রামের পুত্র কুশ প্রথমবারের মতো অযোধ্যা পুনর্নির্মাণ করেছিলেন। এদিকে, জানা যায় যে ১০০ খ্রিস্টপূর্বাব্দে চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্য নির্মাণ করেছিলেন রাম মন্দিরের।

আরও পড়ুন: করে দেখাল ভারত, এবার এখান থেকে প্রতিদিন উত্তোলন করা যাবে ৪৫ হাজার ব্যারেল অপরিশোধিত তেল

পাশাপাশি, এটাও মনে করা হয় যে, শুঙ্গ সাম্রাজ্যের সম্রাট পুষ্যমিত্র শুঙ্গ রাম মন্দিরের সংস্কার করেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রাম মন্দিরের ওপর বিভিন্ন ঝড়-ঝাপটা বয়ে গিয়েছে। ১৫২৭-২৮ সালে মোগল শাসক বাবর অযোধ্যার রাম মন্দির ভেঙে সেখানে বাবরি মসজিদের নির্মাণ করেন।

আরও পড়ুন: আফগানিস্তানের বিরুদ্ধে খেলবেন না সূর্যকুমার! এই কারণে বাদ পড়লেন টিম থেকে, জানলে চমকে উঠবেন

তবে, এবার চলতি বছরে অর্থাৎ ২০২৪ সালেই নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। আর মাত্র কয়েকদিন পরেই সেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে দেবতার। আর এইভাবেই দেশের ভক্তদের কাছে অন্যতম জনপ্রিয় তীর্থস্থল হতে চলেছে এই মন্দির।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর