কেষ্টর মুখে চওড়া হাসি, সুপ্রিম কোর্টের এই নির্দেশে আশার আলো দেখছে অনুব্রত! ব্যাকফুটে CBI

Published On:

বাংলাহান্ট ডেস্ক : গরু পাচার মামলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তোলপাড় শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। এমনকি, গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকে জল অনেক দূর গড়িয়েও গেছে। বলা বাহুল্য, হাইকোর্টে জামিনের আবেদন করেও কেষ্টর লাভের লাভ কিছুই হয় নি। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত (Anubrata Mondal)।

জানা গিয়েছে, শীর্ষ আদালতের পক্ষ থেকে অনুব্রতের জামিনের আবেদন মামলায় সিবিআইকে নোটিস দেওয়া হয়েছে। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ সিবিআইকে ওই নোটিস জারি করেছে। তদন্ত এখন কোন পর্যায়ে আছে তা জানতে সিবিআইকে নোটিস জারি করল আদালত।

আরোও পড়ুন : ভোট টানতে পাকিস্তানের গান ব্যবহার! কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তুলকালাম কাণ্ড

সোমবার অনুব্রতের আইনজীবী মুকুল রোহতগী সুপ্রিম কোর্টে সওয়াল করে বলেন, ‘‘পাঁচটি চার্জশিট ফাইল হয়েছে। শুধু আমার মক্কেলই একমাত্র জেলে রয়েছেন। ১৪ মাস তিনি জেলে কাটিয়ে দিয়েছেন। এমনকি, এই মামলায় প্রধান ‘কিংপিন’ জামিন পেয়ে গিয়েছেন। তাই অনুব্রতকেও জামিন দেওয়া হোক।’’

আরোও পড়ুন : ‘এ তো সব মহাপুরুষ’, নিয়োগ দুর্নীতিতে CBI-র তালিকা দেখে ‘থ’ বিচারপতি, কাদের নাম উঠে এল?

সিবিআই অবশ্য প্রথম থেকেই আদালতে জানিয়েছে, অনুব্রত মণ্ডলকে জামিন দিলে তদন্ত ব্যাহত হতে পারে। এক্ষেত্রে সিবিআইয়ের আধিকারিকরা অনুব্রতর প্রভাবশালী তকমার প্রসঙ্গ তুলে ধরেছেন। পাল্টা অনুব্রতর আইনজীবীও বারবার আদালতে দাবি করেছেন, এই সব দাবির কোনও বাস্তব ভিত্তি নেই।

anubrata

এখন নোটিসের জবাবে সিবিআই কী বলে, তার উপরেই অনুব্রতর জামিনের বিষয়টি নির্ভর করছে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে তবে কি এবার পুজোর আগেই জামিন মিলতে পারে অনুব্রতর ? এনিয়ে কোনও নিশ্চয়তা মেলেনি। তবে শেষ পর্যন্ত কবে অনুব্রতর জামিন মেলে সেদিকে নজর রয়েছে অনেকেরই।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X