বাংলাহান্ট ডেস্কঃ চলতি মাসে শেষ হচ্ছে বর্তমান আর্থিক বছর (Fiscal Year)। নয়া আর্থিক বছর শুরু হচ্ছে পরের মাসে। আর সেই এপ্রিলেই (April) ১৪ দিন বন্ধ থাকবে ব্যাংক ( Bank Closed)। রিজার্ভ ব্যাংকের (RBI) ক্যালেন্ডার থেকেই এটি জানা যাচ্ছে। ৮ দিন বিভিন্ন উৎসব, বাকি ৬ দিন শনিবার ও রবিবার পড়াই ছুটি থাকবে।
তবে এটা মনে রাখতে হবে সব রাজ্যে ব্যাঙ্কে একইদিনে ছুটি থাকবে, এমনটা নয়। কোনও কোন রাজ্যে ব্যতিক্রমও আছে বিশেষ বিশেষ কারণে। শুধুমাত্র তালিকা ভুক্ত ছুটিগুলি সারা দেশে একই দিনে পালন করা হবে। তাই এপ্রিলে ব্যাংকে কোনও কাজের জন্য যেতে চাইলে ছুটির তালিকায় ভালোভাবে নজর বুলিয়ে নেওয়া শ্রেয়।
নীচে এপ্রিলের সব ছুটির তালিকা ( Bank Holiday List) উল্লেখ করা হল:
১) ১ এপ্রিল বার্ষিক ব্যাংক ক্লোজিংয়ের জন্য ছুটি।
২) ২ এপ্রিল গুড ফ্রাইডের জন্য ছুটি।
৩) ৪ তারিখ রবিবার এমনিতেই ছুটি।
৪) ৫ এপ্রিল বাবু জগজীবন রামের জন্মদিবস উপলক্ষ্যে ছুটি। তবে এই দিনে শুধুমাত্র হায়দারাবাদে বন্ধ থাকবে ব্যাংক। এরাজ্যের এর কোনও প্রভাব পড়বে না।
৫) ১০ এপ্রিল মাসের দ্বিতীয় শনিবারের জন্য ছুটি।
৬) ১১ এপ্রিল রবিবার এমনিতেই ছুটি।
৭) ১৪ এপ্রিল বাবা সাহেব আম্মেদকরের জন্মদিন ও একাধিক রাজ্যে নববর্ষের কারণে ছুটি থাকবে।
৮-৯) তবে এরাজ্যে ১৪ তারিখ ও তার পরের দিন (১৫ এপ্রিল ) নববর্ষ উৎসবের কারণে ছুটি থাকবে।
১০) ১৬ এপ্রিল অসম জুড়ে বোহাগ বিহুর কারণে ব্যাংক বন্ধ থাকবে।
১১) ১৮ এপ্রিল রবিবার এমনিতেই ছুটি।
১২) ২১ এপ্রিল শ্রীরাম নবমীর কারণে একাধিক রাজ্যে ব্যাংক ছুটি থাকবে। তবে এরাজ্যে ব্যাংক খোলায় থাকবে না। তার কোনও প্রভাব বাংলার ব্যাংক গুলিতে পড়বে না।
১৩) ২৪ এপ্রিল শনিবারে বন্ধ থাকবে ব্যাংক।
১৪) ২৫ এপ্রিল রবিবার এমনিতেই বন্ধ থাকবে ব্যাংক।