বাংলাহান্ট ডেস্ক : শেখ হাসিনার (Sheikh Hasina) পদত্যাগের পর ব্যাপক হারে পতন হয়েছে বাংলাদেশি টাকার। মূলত বাংলাদেশের (Bangladesh) মুদ্রা আদান-প্রদান হয়ে থাকে পেট্রাপোল সীমান্তের মানি এক্সচেঞ্জগুলিতে। তবে হাসিনার পদত্যাগের পর ডলারের নিরিখে পড়তে শুরু করেছে বাংলাদেশের মুদ্রার (Bangladesh Currency) দাম।
নামছে বাংলাদেশের মুদ্রার (Bangladesh Currency) দাম
কিছুদিন আগে ১০০ বাংলাদেশি টাকার বিনিময়ে মিলছিল ৭১ ভারতীয় রুপি। বর্তমানে ১০০ বাংলাদেশি টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে ৬৫ রুপি। অন্যদিকে, গতকাল পর্যন্ত ১০০ ভারতীয় রুপির বিনিময়ে মিলছিল ১৩৭ বাংলাদেশি টাকা। সেখানে আজ পাওয়া যাচ্ছে ১৪৫ টাকা। অনেকেই মনে করছেন বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি যা তাতে আরো পড়তে পারে মুদ্রার দাম।
আরোও পড়ুন : আধার কার্ড না থাকলে…! এবার বিরাট পর্যবেক্ষণ হাইকোর্টের, তুমুল শোরগোল!
কারণ হিসাবে বলা হচ্ছে এর পিছনে রয়েছে আমদানি-রফতানি সম্পূর্ণ বন্ধ। প্রায় লাটে ওঠার জোগাড় বাংলাদেশের স্থানীয় ব্যবসা। অনেকেই ব্যাংক থেকে তুলে নিতে চাইছেন টাকা। অর্থনৈতিক সংকট প্রবল হচ্ছে বাংলাদেশে (Bangladesh)। ভারতে বৈদেশিক মুদ্রা লেনদেনের সাথে যারা যুক্ত তারা বিক্রি করে দিতে চাইছেন বাংলাদেশের মুদ্রা।
আরোও পড়ুন : আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! কালীঘাটে রমরমিয়ে চলছে বেআইনি নির্মাণ, হাইকোর্টে মামলা
পেট্রোপোলের এক মানি এক্সচেঞ্জ (Money Exchange) ব্যবসায়ীর কথায়, “দুদিন আগে পর্যন্তও আমরা ১০০ ভারতীয় মুদ্রায় ১৩৭ বাংলাদেশি টাকা কিনেছিলাম। কিন্তু আজ বেচছি ১৪৫ বাংলাদেশি টাকা। আজ বাংলাদেশের টাকা কত গিয়ে দাঁড়াবে, সেটা আমারও প্রশ্ন। যদিও কোনও বাংলাদেশি লোক আজ আসেননি। যাঁর কাছ থেকে টাকা কিনতে পারি।”
প্রসঙ্গত, হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের (Bangladesh) অবস্থা ভয়ানক হয়ে উঠেছে। চারদিকে চলছে চরম অরাজকতা। একাধিক জায়গা থেকে আসছে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমনের অভিযোগ। শেখ হাসিনা এই মুহূর্তে রয়েছেন ভারতে (India)। এমন অবস্থায় হাসিনার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে বারংবার বৈঠকে বসছে ভারত সরকারের।