বাংলাহান্ট ডেস্ক : সুখবর বাংলাদেশের (Bangladesh) জনতার জন্য। এবার পদ্মা সেতুতে চলাচল করবে রেল। পরীক্ষামূলকভাবে পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চালানো হবে আগামী মঙ্গলবার। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫শে জুন উদ্বোধন করেন বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু (Padma Bridge)। সম্প্রতি সম্পন্ন হয়েছে পদ্মা সেতুতে পাথরবিহীন রেল লাইনের কাজ। প্রসঙ্গত, পাথরবিহীন রেললাইন এই প্রথম তৈরি হল বাংলাদেশে।
তবে বাংলাদেশ রেল কর্তৃপক্ষ এখনো সঠিকভাবে জানায়নি কবে থেকে বাণিজ্যিকভাবে এই লাইনে ট্রেন চলাচল শুরু হবে। অর্থনীতিবিদরা মনে করছেন পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হলে তা গুরুত্বপূর্ন ভূমিকা ফেলবে সে দেশের অর্থনীতিতে। পদ্মা সেতুতে ট্রেন চলাচল শুরু হলে অতি দ্রুত ঢাকা থেকে পৌঁছানো যাবে কলকাতা। রেলপথে মাত্র সাড়ে তিন ঘণ্টায় ঢাকা থেকে কলকাতায় চলে আসা যাবে।
দ্বিস্তরীয় পদ্মা সেতুর উপর দিয়ে মোটর গাড়ি চলাচল করবে। রেল চলবে নিচ দিয়ে। বাংলাদেশ রেল জানিয়েছে, পদ্মা সেতুর রেললাইনে শেষ স্লিপার বসানোর কাজও শেষ হয়ে গিয়েছে। এরই সাথে বাকি থাকা অবশিষ্ট ৭ মিটার অংশে ঢালাইয়ের কাজও শেষ হয়েছে। পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের ম্যানেজার-১ ব্রিগেডিয়ার সাঈদ আহমেদ বলেছেন, শেষ স্লিপার ও ঢালাইয়ের কাজের মধ্য দিয়ে সেতুর দুপাশের ভায়াডাক্ট ৬.৬৮কিলোমিটার রেললাইনের কাজ শেষ হয়েছে গত বুধবার।
জানা গিয়েছে, পরীক্ষামূলকভাবে পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চালানোর কথা রয়েছে আগামী ৪ঠা এপ্রিল। আধিকারিকরা জানিয়েছেন, রেললাইন নির্মাণে বেশ কিছু জটিলতা তৈরি হয় পদ্মা সেতু উদ্বোধনের পর। এরপর কিছুটা নকশা পরিবর্তন করা হয়। নকশা চূড়ান্ত হলে গত নভেম্বর মাস থেকে কাজ শুরু হয় মূল সেতুর রেললাইনে। তারা জানিয়েছেন, দ্রুত গতিতে কাজ চলছে ঢাকা থেকে যশোর পর্যন্ত। বড় প্রাকৃতিক দুর্যোগ না হলে ২০২৪ সালের মধ্যে গোটা কাজ সম্পন্ন হবে বলে তাদের আশা।