বাংলাহান্ট ডেস্কঃ গড়ে উঠেছিল একটা প্রেমের সম্পর্ক, স্বপ্ন দেখছিল ঘর বাঁধার। আর সেই প্রেমের টানেই মাওবাদী জীবন ছেড়ে বেরোতে চাওয়াতেই জীবনে নেমে এল ঘোর অন্ধকার। গভীর জঙ্গলে পড়ে থাকল দুটো লাশ। সঙ্গে গেল আর একজনের প্রাণ। ঘটনার তদন্ত চলছে।
ঘটনাটি ঘটেছে, ছত্তিশগড়ের (chhattisgarh) বীজাপুর জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই মাওবাদীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠায়, সম্ভবত তাঁরা বিয়ে করার পরিকল্পনা করেছিল। আর সেই কারণেই জঙ্গল ছেড়ে বেরোনর পরিকল্পনা করছিল। কিন্তু সেটাই কাল হয়ে দাঁড়াল। গঙ্গালুরের জঙ্গলে তাঁদের সঙ্গে খুন করা হল আরও একজনকে।
এবিষয়ে বস্তার রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ সুন্দেরাজ পি জানান, সূত্র মারফত আমরা জানতে পেরেছি, দুজন সহকর্মী তিনজকে খুন করেছে মাওবাদী জঙ্গিরা। মিলিশিয়া প্লেটুন কমান্ডার কমলু পুনেম ও মিলিশিয়া মেম্বার মাঙ্গি খুন হলেও, তৃতীয় ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।
আইজি জানান, মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে গঙ্গালুর এরিয়া কমিটিতে উভয়ই। সম্ভবত দুই জঙ্গি বিয়ে করে ডেরা থেকে বেরোতে চেয়েছিল। আর সেই কারণেই তাঁদের খুন করা হয়েছে। ১১টি হিংসার ঘটনায় জড়িয়ে থাকার অভিযোগ রয়েছে কমলুর বিরুদ্ধে এবং তিনটি মামলার জন্য মাঙ্গিকে খুঁজছিল পুলিশ।