বাংলাহান্ট ডেস্ক : কোচবিহার শহর তখনও ঠিক করে চোখ মেলেনি। রাস্তায় প্রাতভ্রমণে বেরিয়েছেন কিছু মানুষ। সাত সকালে তাদের নজর গেল রাস্তার পাশে। সেখানে পড়ে রয়েছে পাঁচটি বান্ডিল। সবকটি বান্ডিলের উপর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের লোগো ও স্লিপ জ্বলজ্বল করছে। দেখেই বোঝা যাচ্ছে এগুলি আদতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা।
কোচবিহারের (Cooch Behar) খোকসাডাঙ্গা থানার বটতলা এলাকার এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুলাল বর্মন নামের স্থানীয় এক স্কুলের শিক্ষক এই খাতাগুলি প্রথম দেখতে পান। প্রথম দেখাতেই তিনি বুঝতে পারেন যে এগুলি উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা।
সূত্রের খবর, উদ্ধার হওয়া এই খাতাগুলি উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার। খাতাগুলি দেখার পর দুলাল বাবু সেগুলি রাস্তা থেকে উঠিয়ে নেন। এরপর তিনি যোগাযোগ করেন কোচবিহার জেলা শিক্ষা সংসদের সঙ্গে। ফোন করে তিনি সব কথা জানান সংসদকে। এরপর দুলাল বাবু সংসদের কাছে এই খাতাগুলি তুলে দেন।
শিক্ষক দুলাল বর্মন জানিয়েছেন, “সকালে বেরিয়ে জানতে পারি রাস্তায় উচ্চ মাধ্যমিকের খাতা পাওয়া গেছে। এরপর খাতাগুলো তুলে নিয়ে আসি। তারপর খাতাগুলো তুলে দিই সংসদের আধিকারিকদের কাছে।” এই ঘটনা সামনে আসার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। সবার মনে প্রশ্ন জাগে যে কিভাবে উচ্চমাধ্যমিকের মত গুরুত্বপূর্ণ পরীক্ষার খাতা এভাবে রাস্তায় এল।
গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে সংসদ। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ এই বিষয়ে বলেছেন, “এই সততার জন্য আমরা দুলাল বাবুকে অভিনন্দন ও কুর্নিশ জানাই। একই সাথে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার জন্য সংসদকে ধিক্কার জানাচ্ছি।”