বাংলাহান্ট ডেস্ক : ভাগ্য বদল যখন হয়, তখন হঠাৎ করেই হয়। সম্প্রতি কিছু মৎস্যজীবীদের ভাগ্য পরিবর্তনই হল হঠাৎ করেই। কিছু মৎস্যজীবী মাছের সন্ধানে পাড়ি দিয়েছিলেন সমুদ্রে। পরিকল্পনার মতো জলে ফেলেছিলেন জাল। কিন্তু তারপর জাল গোটাতেই বিস্মিত হয়ে গেলেন তারা। মৎস্যজীবীরা দেখলেন ঝাঁকে ঝাঁকে দুষ্প্রাপ্য মাছ উঠে এসেছে তাদের জালে।
প্রথমে সব মৎস্যজীবীই এই মাছগুলিকে দেখে অবাক হয়ে যান। জানা গেছে এই মাছগুলির দাম উঠেছে ৪৫ লক্ষ টাকা। দুষ্প্রাপ্য তেলিয়া ভোলা মাছ সংগ্রহ করেছেন এই মৎস্যজীবীরা। এই মৎস্যজীবীদের জালে লক্ষাধিক টাকার দুর্লভ এই মাছ উঠেছে। একসাথে অধিক পরিমাণ এই মাছ দেখে প্রথমে অবাকই হয়েছিলেন তারা।
আরোও পড়ুন : কখনও মাটিতে পা রাখতে পারে না এই পাখিটি! চেনেন নাকি আপনি ?
এই মৎস্যজীবীরা নটি বিশাল আকারের তেলিয়া ভোলা মাছ সংগ্রহ করতে পেরেছেন। সেই মাছগুলিকে নিয়ে মোহনায় আসতেই তা দেখার জন্য হুড়োহুড়ি লেগে যায়। বলা হয়েছে এই মাছগুলির ওজন ২৫ থেকে ৩০ কিলো। বুধবার এক মৎস ব্যবসায়ী মাছগুলিকে ওড়িশার ধামরা থেকে দিঘায় নিয়ে আসেন।
আরোও পড়ুন : অমিতাভকে রাখি বাঁধতে ‘জলসা’য় মমতা! স্বাগত জানাতে বেরিয়ে এলেন ঐশ্বর্যা-আরাধ্যাও
এত বড় সাইজের তেলিয়া ভোলা মাছ খুব একটা দেখা যায় না। তাই স্বাভাবিকভাবেই এই মাছগুলিকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন অনেকে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বহু পর্যটকও দেখতে গিয়েছিলেন এই মাছগুলিকে। এই তেলিয়া ভোলা মাছের গুণাবলী বিশাল। অনেকেই তার সম্বন্ধে অবগত নন। বাংলা তথা গোটা ভারতেই এই মাছের চাহিদা রয়েছে।
বিভিন্ন ঔষধ তৈরিতে কাজে লাগে এই তেলিয়া ভোলা মাছ। বিভিন্ন জীবনদায়ী ঔষধ তৈরি করা হয় এই মাছের পটকা ও অন্যান্য অঙ্গ দিয়ে।পশ্চিমবঙ্গেও বেশ চাহিদা রয়েছে এই মাছের। তাই এই রাজ্যে বেশ মোটা টাকায় তেলিয়া ভোলা বিক্রি হয়। সম্প্রতি বাইশটি তেলিয়া ভোলা ধরা পড়ে দিঘায়।