সাক্ষী দেওয়াই কাল হল হাঁসখালি কাণ্ডে নিহতের কাকার! বেধড়ক মারধরের সঙ্গে দেওয়া হল খুনের হুমকিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক : হাঁসখালির নির্যাতিতার পরিবার ফের একবার আক্রান্ত হল। কলকাতা পুলিশের নিরাপত্তার পরেও পরিবারের সাথে ঘটল আক্রমণের ঘটনা। এবার টার্গেট নির্যাতিতার ছোট কাকা। নির্যাতিতার কাকা হাঁসখালি কাণ্ডের সাক্ষী। অভিযোগ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। এমনকি দেওয়া হয়েছে খুনের হুমকিও।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, নির্যাতিতার কাকার বাড়িতে কিছু দুষ্কৃতী শনিবার রাত আটটা নাগাদ আসে। মারধর করার পর তাকে চাদরে মুড়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানেও মারধর করা হয় তাকে। এমনকি রানাঘাট আদালতে গিয়ে মিথ্যা সাক্ষী দিতেও বলা হয়। মিথ্যা সাক্ষী না দিলে খুনের হুমকিও দেওয়া হয় নির্যাতিতার কাকাকে।

আরোও পড়ুন : তালাক নয়, শোয়েবকে ‘খুলা’ দিয়েছেন সানিয়া! ফাঁস আসল সত্য, জানুন ইসলামের এই নিয়মটি কেমন

এই ঘটনার কয়েক ঘন্টা পর বাড়ি ফিরে আসলে তাকে ভর্তি করা হয় বগুলা হাসপাতালে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্কে কাটাচ্ছে এই নির্যাতিতার পরিবার। কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের নিরাপত্তা থাকা সত্ত্বেও কী ভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

hanskhali

প্রসঙ্গত, এক কিশোরী ২০২২ সালের এপ্রিল মাসে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে তাকে গণধর্ষণ করা হয়। এরপর বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় দুষ্কৃতীরা ফেলে যায়। সেখানেই মৃত্যু হয় এই কিশোরীর। ঘটনা ধামাচাপা দিতে দ্রুত ওই কিশোরীর লাশ দাহ করে দেওয়া হয়। পরবর্তীতে এই ঘটনার তদন্ত ভার সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X