বিরাট বিপ্লবের মুখোমুখি ভারতের গাড়ি শিল্প! কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রীর ঘোষণায় দেশজুড়ে চর্চা তুঙ্গে

বাংলাহান্ট ডেস্ক : গত কয়েকবছরে ভারতের বাজারে লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। ভারতের (India) প্রায় প্রত্যেকটি গাড়ি প্রস্তুতকারী সংস্থা চাহিদার সাথে তাল মিলিয়ে নিত্যদিন বাজারে লঞ্চ করছে বিভিন্ন মডেলের দুই ও চার চাকার বৈদ্যুতিক যান। এই আবহেই ভারতের বাজারে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা আরও খানিকটা বাড়াতে এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক।

ভারতের (India) গাড়ির বাজারে বিপ্লব

EV বা বৈদ্যুতিক গাড়ি পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে না। দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে চাইছে কেন্দ্র। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রকের তরফে আগামী ৬ মাসের মধ্যে বৈদ্যুতিক গাড়ি নিয়ে নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি জানান, বিদ্যুৎচালিত গাড়ি এবং পেট্রোল চালিত গাড়িরা দাম এবার থেকে সমান হতে চলেছে।

আরও পড়ুন : বড় ঝটকা ‘জগদ্ধাত্রী’তে, রাতারাতি সিরিয়াল ছাড়লেন এই গুরুত্বপূর্ণ ব্যক্তি! কী প্রভাব পড়বে TRP-তে?

নীতিন গড়কারির কথায়, ৩ মাসের মধ্যে সম্পূর্ণ হবে দিল্লি ও দেরাদুনের মধ্যে ২১২ কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়কের কাজ। এরই সাথে ভারতের গাড়ি বাজারের জন্য বৈপ্লবিক সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী। তিনি বলেন, ভারতের (India) বাজারে পেট্রোল ও ইলেকট্রিক চালিত গাড়ির দাম সমান করার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মন্ত্রক।

আরও পড়ুন : আজকের রাশিফল ২১ মার্চ, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির

ভারতের মতো সুবিশাল দেশে পরিবেশ দূষণ অন্যতম মাথা ব্যথার কারণ সরকারের কাছে। পরিবহন মন্ত্রক চাইছে, আগামীদিনে জ্বালানির ব্যবহার কমিয়ে ইলেকট্রিক গাড়ির ব্যবহার বৃদ্ধি করতে। যার ফলে অনেকটাই রক্ষা পাওয়া যাবে দূষণের হাত থেকে। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীর পর্যবেক্ষণ, ভারতে (India) দূষণের মাত্রা কমাতে হলে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে হবে। 

কেন্দ্রীয় সরকার (Central Government) EV গাড়ি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরেই ভাবনাচিন্তা করছে। সেই কারণেই বৈদ্যুতিক গাড়ির দামের বিষয়টি নিয়ে সিদ্ধানে আসা হয়েছে। ইলেকট্রিক গাড়ির চাহিদা গত কয়েকবছরে লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেলেও, পর্যাপ্ত গাড়ি চার্জিং স্টেশনের অভাব এখনও বড় সমস্যা অনেকের কাছে।

In India ev impact

এই বিষয়ে সম্প্রতি কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী ভূপতিরাজু শ্রীনিবাস লোকসভায় জানান, “পর্যাপ্ত চার্জিং স্টেশন তৈরির ব্যবস্থা করে ফেলবে কেন্দ্রীয় সরকার। FAME প্রকল্পের আওতায় দেশজুড়ে পাবলিক ইভি চার্জিং স্টেশন তৈরির জন্য কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে ৮৩৯ কোটি টাকা। পাশাপাশি চার্জিং স্টেশন স্থাপনের উদ্দেশ্যে আরও ২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে PM E-DRIVE প্রকল্পের আওতায়।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর