ধনীর তালিকায় সবার উপরে ভারতের এই রাজ্য! GSDP দেখলে অবাক হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল ভারতে (India)। যত সময় গেছে ততই ভারতের সভ্যতা ও সংস্কৃতি গোটা বিশ্বের নজর কেড়েছে। ভারতের সংস্কৃতির মতোই ভারতের অর্থনৈতিক অবস্থাও বেশ বৈচিত্র্যময়। ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে কমবেশি প্রত্যেকটি রাজ্যেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সেক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা নেয় রাজ্যগুলির ‘গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট’ (GSDP)। শক্তিশালী ‘গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট’ (GSDP) সম্পন্ন রাজ্যগুলি দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে চলেছে। বলতে পারবেন সেই হিসাবে ভারতের কোন রাজ্য সবথেকে ধনী? দেশের ‘রাজনৈতিক’ রাজধানী দিল্লি।

   

আরোও পড়ুন : জুনে মিলবে টানা ছুটি! দেখুন পশ্চিমবঙ্গ সরকারের ভ্যাকেশন লিস্ট, ঘুরতে যেতে পারবেন সহজেই

তবে মহারাষ্ট্রকে ভারতের ‘ফিনান্সিয়াল ক্যাপিটাল’ বলা হয়ে থাকে। ভারতের সবথেকে ধনী রাজ্য হল মহারাষ্ট্র। ৩১ ট্রিলিয়নেরও বেশি ‘গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট’ (GSDP) এই রাজ্যের। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই দেশে বৃহত্তম শহর। এছাড়াও মুম্বাই হল ভারতের অর্থনীতির প্রাণকেন্দ্র। একাধিক দেশীয় ও আন্তর্জাতিক সংস্থা অফিস রয়েছে এখানে।

আরোও পড়ুন : বিশ্বের নিরিখে কত টন সোনার মালিক ভারত? কোন দেশ সোনা জমিয়েছে সবচেয়ে বেশি?

বহুজাতিক সংস্থা থেকে শুরু করে স্টক এক্সচেঞ্জ, মুম্বাইয়ের অর্থনীতি নিঃসন্দেহে ভারতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের দ্বিতীয় ধনী রাজ্য হল তামিলনাড়ু। তামিলনাড়ুর  ‘গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট’ (GSDP) ২০ ট্রিলিয়ন। এই রাজ্যের টেক্সটাইল শিল্প দেশ তো বটেই, বিদেশেও সমাদৃত।

mumbai skyline from malabar hill mumbai maharashtra india asia 547416209 58b9cb8b5f9b58af5ca70b8e

এছাড়াও একাধিক অটোমোটিভ কারখানা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই রাজ্যের অর্থনীতিতে। ভারতের তৃতীয় ধনী রাজ্য গুজরাট। এই রাজ্যের  ‘গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট’ (GSDP) ২০ ট্রিলিয়ন। বন্দর রাজ্য হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গুজরাট। পেট্রোকেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল সেক্টর বিশেষভাবে ভূমিকা পালন করেছে এই রাজ্যের অর্থনৈতিক বিকাশে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর