বিষ্ময়কর দৃশ্য! এক লাইনে আসবে সৌরজগতের ছয় গ্রহ; জানুন, কবে কখন দেখতে পাবেন

বাংলাহান্ট ডেস্ক : এবার এক অন্যরকম মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে গোটা পৃথিবী। সৌরজগতের ছয়টি গ্রহ (Planet) এবার এক সরলরেখায় আসবে বলে শোনা যাচ্ছে। এই দৃশ্য খালি চোখেই প্রত্যক্ষ হবে। তবে যন্ত্রের সাহায্য নিলে একেবারে ঝকঝকে পরিষ্কার দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য।

সূর্যের ছয়টি গ্রহ এবার কাছাকাছি আসতে চলেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ভারত (India) থেকেই তাদের অবস্থান দৃশ্যমান হবে।  বুধ, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন এবং শনি এক সরলরেখায় অবস্থান করবে। এক সারিতে একাধিক গ্রহ অবস্থান করার এই মহাজাগতিক ঘটনাকে বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ‘প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট’।

   

আরোও পড়ুন : আমজনতার পকেটে বাড়ল চাপ, আজ থেকেই গুনতে হবে বাড়তি টোল ট্যাক্স! জানুন কতটা

আসলে এ ক্ষেত্রে গ্রহগুলি একে অপরের কাছে চলে আসে এমনটা কিন্তু নয়। তাদের অবস্থান এমন হয় যে পৃথিবীর সাপেক্ষে দেখে মনে হয় গ্রহগুলি একই সরলরেখায় রয়েছে। ৩ জুন থেকে আকাশে পরিলক্ষিত হবে মহাজাগতিক এই দৃশ্য। এক সপ্তাহ ধরে এই দৃশ্যর চোখে পড়বে বলে জানা গিয়েছে।

আরোও পড়ুন : সাবধান! এই মাস থেকেই বাতিলের তালিকায় চলে যাচ্ছে বহু রেশন কার্ড, আপনার সমস্যা হবে না তো ?

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি ৩ জুনের আগে সূর্যের বেশ কিছুটা কাছে চলে আসবে বলে জানিয়েছেন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের আধিকারিকেরা। তার পাশে আসবে বুধ। বাকি অন্য গ্রহ গুলিকেও ওই সারিতে দেখা যাবে। ভোররাতে অর্থাৎ সূর্য ওঠার ঠিক আগে ‘প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট’ সব থেকে পরিষ্কার ভাবে দেখা যাবে।

ওই সময় আকাশের পূর্ব দিকে হলুদ আভা যুক্ত শনি গ্রহকে দেখা যাবে। তার ঠিক নিচে লাল আভা যুক্ত মঙ্গল এবং পুব দিগন্ত থেকে দশ ডিগ্রীর কম উচ্চতায় পরিলক্ষিত হবে বুধ। মঙ্গলের সামনেই থাকবে বৃহস্পতি। আর ওই সারির একেবারে শেষে ইউরেনাস এবং নেপচুন।

73818761007 usatgraphicsonly 6 planetstopper

তবে শুক্র গ্রহ সূর্যের অনেক কাছে থাকার কারণে সেটা খুব একটা দৃশ্যমান হবে না। ছয়টি গ্রহের কাছে অবস্থান করবে চাঁদ। মেঘমুক্ত আকাশ থাকলে সূর্য ওঠার কুড়ি মিনিট আগে একে একে গ্রহগুলির পূর্ব দিকে দেখা যাবে। তবে আকাশে মেঘ থাকলে কিংবা আবহাওয়া খারাপ থাকলে তা দেখা যাবে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর