বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক প্রথমবার দেশে এক ধরনের সমীক্ষা চালালো। সেই সমীক্ষায় দেখা যাচ্ছে গোটা ভারতের ৩১ শতাংশ জলাশয় রয়েছে পশ্চিমবঙ্গে। সমীক্ষায় প্রকাশিত ফলে দেখা যাচ্ছে প্রায় ৭ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন এর ফলে। গোটা দেশে কত জলাশয় রয়েছে, রাজ্য অনুযায়ী জলাশয়গুলির অবস্থা কি, এই বিষয়ে জানতে সম্প্রতি কেন্দ্রীয় শক্তি মন্ত্রক একটি সমীক্ষা চালায়।
সেই সমীক্ষার রিপোর্টে এমনই চমকপ্রদ তথ্য সামনে এসেছে। এই রিপোর্টে শীর্ষস্থান দখল করেছে পশ্চিমবঙ্গের (West Bengal) দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana) জেলা। গোটা দেশে সর্বাধিক খাল বিল পুকুর রয়েছে এই দক্ষিণ ২৪ পরগনায়। কেন্দ্রীয় শক্তি মন্ত্রক জানিয়েছে, গোটা ভারতবর্ষে কত পরিমান জল রয়েছে, ভূ গর্ভস্থ জলের অবস্থা কি, সেই সব তথ্য সংগ্রহের জন্য এই সমীক্ষা চালানো হয়েছে।
এছাড়াও দপ্তর মনে করছিল কিছু কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়িত করার জন্য এই ধরনের তথ্য প্রয়োজন। এই সংক্রান্ত তথ্য যদি কেন্দ্রের হাতে থাকে, তাহলে কেন্দ্র স্বাধীনভাবে বিভিন্ন গ্রামাঞ্চলে জলের বাজেট ও জল সুরক্ষা পরিকল্পনার সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। কেন্দ্রীয় মন্ত্রকের কাছে খবর যায় চাষের জন্য ভূগর্ভ থেকে জল তুলে ব্যবহার করা হচ্ছে, এমনকি বিক্রিও করা হচ্ছে সেই জল।
এই সমীক্ষার মাধ্যমে খতিয়ে দেখা হবে সেই বিষয়টি। এমনকি এই বিষয়ে তথ্য দেওয়া হবে রাজ্যকেও। এই সমীক্ষার অন্যতম লক্ষ্য হল দখল হয়ে যাওয়া জলাশয় গুলিকে পুনরুদ্ধার করা। মন্ত্রক জানিয়েছে প্রাথমিকভাবে যে ৩০ টি জেলাকে চিহ্নিত করা হয়েছিল তার মধ্যে ১৫ টি জেলাই পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গের জেলাগুলিতেই রয়েছে সব থেকে বেশি খাল বিল ও পুকুর।