এক বছরে বন্ধ হবে সমস্ত টোল প্লাজা, হাইওয়েতে লাগানো হবে GPS! বড় ঘোষণা গড়কড়ির

বাংলাহান্ট ডেস্ক: বৃহস্পতিবার লোকসভায় বড়সড় ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন ( Nitin Gadkari ) গড়করি। তিনি জানান, আগামী এক বছরের মধ্যে জাতীয় সড়কের সমস্ত টোল প্লাজা ( Toll Plaza ) সরিয়ে ফেলা হবে। বদলে জাতীয় সড়কে লাগানো হবে জিপিএস। আর টোল সংগ্রহ করা হবে গাড়িতে লাগানো ফাস্ট ট্যাগ প্রয়োগ করে। অর্থাৎ জাতীয় সড়কে আর কোনও গাড়িকে থেমে টোল ট্যাক্স ( Toll Tax ) দিতে হবে না, চলতি অবস্থায় তা ফাস্ট ট্যাগের ( Fast Tag ) মাধ্যমে কেটে নেওয়া হবে।

এদিন লোকসভায় প্রশ্নোত্তর পর্বে আমরোহার বিএসপি ( BSP ) সাংসদ কুনোয়ার ড্যানিশ আলীর প্রশ্নের জবাবে এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, পূর্ববর্তী সরকারের আমলে শহরের একাধিক সড়কে টোল প্লাজা স্থাপন করা হয়েছিল। যা ‘অন্যায় ও ভুল’। তাই এই টোল প্লাজার অপসরণের পরিকল্পনা নিয়ে নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে সরকার।

TOLLPLAZAATTALAPADY

গড়করি এদিন আরও জানান, সরকার এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে, যার ফলে আপনাকে টোল প্লাজায় থেমে যানজটের মধ্যে পড়তে হবে না। আপনি যখন জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করবেন তখন জিপিএস ( GPS ) এর সাহায্যে ক্যামেরার আরোহীর ছবি তোলা হবে, এমনকি গাড়ি কোথায় থামছে তার উপরেও নজরদারি থাকবে।

তবে উল্লেখযোগ্য বিষয় হল, লোকসভায় এদিন নিতিন গড়করি জানান, মানুষও রাস্তার উপর দিয়ে যাতায়াত করে, তাই তাদের কেও এবার থেকে দিতে হবে টোল। মূলত ফাস্ট ট্যাগ কাজে লাগিয়ে, জাতীয় সড়কে যানজট এড়িয়ে, স্বয়ংক্রিয় ভাবে টোল ট্যাক্স প্রদান করার সুবিধা দেওয়ায় হল, টোল প্লাজা  সরিয়ে ফেলার লক্ষ বলে জানান তিনি।


সম্পর্কিত খবর