মোদীর প্রশংসায় পঞ্চমুখ WHO, করোনা মোকাবিলায় সবথেকে এগিয়ে ভারত

বাংলাহান্ট ডেস্কঃ করোনারভাইরাসের (COVID-19) বিরুদ্ধে ভারতের মোকাবিলা করার ধরণ দেখে উৎফুল্ল WHO। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভারতের প্রতিনিধি হেঙ্ক বেকেডাম(Henk Bekedam)। করোনা প্রতিরোধের জন্য ভারত কি কি পদক্ষেপ গ্রহণ করেছে তা দেখার জন্য মঙ্গলবার জাতীয় চিকিৎসা গবেষণা সংসদে যান বেকেডাম। সেখানে গিয়ে তিনি মোদীজির প্রশংসা করলেন।

narendra modi

ভারতে করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগে থাকতেই রোগের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই দিল্লীতে আগামী ৩১ শে মার্চ অবধি সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার সিধান্ত নেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। এর পাশাপাশিও জিম, পাব, সুইমিং পুল, কোন বড়ো জমায়েতও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এখনও অবধি ভারতে (India) আক্রান্তের সংখ্যা ১২৭।

আক্রান্ত ব্যক্তির তৎক্ষণাৎ চিকিৎসার কাজ শুরু করে দেওয়া হচ্ছে। রোগীর সংস্পর্শ থেকে সুস্থ ব্যক্তিদের দূরত্ব বজায় রাখার কোথাও বলা হয়েছে। দিল্লীতে ১৪৪ ধারাও জারী করা হয়েছে। সুস্থ ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় মাস্ক সরবরাহ করা হচ্ছে। এমনকি SAARC অনর্ভুক্ত দেশগুলোর সাথে একজোট হয়ে মোদী সরকার করোনা মোকাবিলা করার জন্য ফাণ্ডও গঠন করেছেন।

corona virus 3

 

প্রধানমন্ত্রীর এইসব কর্মকাণ্ড দেখে স্বাস্থ্য মন্ত্রক এবংইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পর WHO’র প্রতিনিধি বলেন, “ভারতে গবেষণার জন্য খুব ভাল পরিকাঠামো তৈরি আছে। বিশেষ করে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (Indian Council of Medical Research) এবং স্বাস্থ্য গবেষণা বিভাগে গবেষণার সুব্যবস্থা আছে। ভারত আলাদা করে ভাইরাসটিকে সনাক্ত করতে সক্ষম হয়েছে। এর পরে ভারতও আমাদের গবেষণার এক বিশেষ অংশ হয়ে যাবে। করোনার প্রতিরোধের বিষয়ে ভারত সরকার এবং প্রধানমন্ত্রীর দপ্তরের দায়বদ্ধতা সত্যিই প্রশংসনীয় এবং কার্যকারী। এজন্যই হয়তো চীনের থেকে ভারত এখনও করোনার বিরুদ্ধে ভালোভাবে লড়াই করতে পারছে। তাঁদের এই কর্মকাণ্ড দেখে আমি খুব খুশি।”


Smita Hari

সম্পর্কিত খবর