রাজস্থানে তুলকালাম কাণ্ড! ২৪ বছর বয়সী মুসলিম যুবককে পিটিয়ে হত্যা, পালিয়ে প্রাণ বাঁচাল বন্ধু

বাংলাহান্ট ডেস্ক : রাজস্থানের ভিওয়াদিতে পিটিয়ে খুন করা হল ২৪ বছরের এক সংখ্যালঘু যুবককে। কোনও মতে ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণে বাঁচলেন যুবকের সঙ্গী। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রথমে কথা কাটাকাটি ও তারপর ধস্তাধস্তি হয়। তারপর অভিযুক্তরা বিহারের বাসিন্দা এই যুবককে পিটিয়ে খুন করে।

পুলিশ এই ঘটনা এখনও পর্যন্ত গ্রেফতার করতে পেরেছে একজনকে। ভিওয়াড়ির অতিরিক্ত এসপি দিলীপ সাইনি বলেন, “প্রাথমিকভাবে অনুমান এই ঘটনাটি ঘটেছে  উসকানিতে। আমরা আশিস পাল গুর্জার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছি। অন্য দুই আসামি ও ঘটনায় ব্যবহৃত গাড়ির খোঁজ চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

আরোও পড়ুন : পাঁচ বছরের রেকর্ড ভাঙল চিড়িয়াখানার ভিড়! বিরাট লক্ষ্মীলাভ সরকারের, আয়ের অঙ্ক মাথা ঘুরিয়ে দেবে

পলাতক আরো দুজন। পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের নাম আফসার আলী। বিহারের সমস্তিপুরের বাসিন্দা আফসার ৮ বছর ধরে ভিওয়াদির ঘাটাল এলাকায় একটি কারখানায় কর্মরত। পুলিশ জানিয়েছে, আফসার ও তার সঙ্গী তাহিবুল মঙ্গলবার বিকেলে কারখানা থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল।

আরোও পড়ুন : কবে চালু হবে CAA? অবশেষে সামনে এল দিনক্ষণ! তারিখ দেখেই শোরগোল গোটা ভারতে

রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের সামনে একটি গাড়ি চলে আসে। এমন সময় অভিযুক্তদের গাড়ির সাথে সংঘর্ষ হয় আফসার ও তার বন্ধুর। এরপর দুই পক্ষের বচসা শুরু হয়। তারপর রড নিয়ে অভিযুক্তরা আফসার ও তার সঙ্গীর উপর হামলা চালায়। সেই সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় তাহিবুল।

murder

তবে তিনজন অভিযুক্ত মারধর করে আফসারকে। এরপর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আফসারকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসি ৩০২/৩৪ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর