বাংলাহান্ট ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমাকে কেন্দ্র করে অশান্তির খবর উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে। জেলায় জেলায় ঘটছে রাজনৈতিক সংঘর্ষ। অধিকাংশ ক্ষেত্রেই বিরোধীদের অভিযোগ শাসকদলের নেতাকর্মীরা তাদের মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে। কিন্তু এবার ভরতপুরে মনোনয়ন পেশকে কেন্দ্র করে দ্বন্দ্ব দেখায় দিল তৃণমূলের (Trinamool Congress) মধ্যেই।
অশান্তির জেরে গ্রেপ্তার হলেন শাসকদলের তিন অনুগামী। ঘটনাটি মুর্শিদাবাদের সালারের। জানা গিয়েছে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামী গ্রেপ্তার হওয়া এই তিন তৃণমূল সমর্থক। গতকাল অর্থাৎ মনোনয়ন পেশের প্রথম দিন হামলার অভিযোগ ওঠে ভরতপুরের তৃণমূল ব্লক সভাপতির অনুগামীদের উপর। এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে তিনজনকে।
আব্দুল আজিজ মির্জা ওরফে ভুটার, ফিরোজ শেখ ওরফে তপন এবং রোহন শেখ নামের তিন তৃণমূল কর্মীকে পুলিশ ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, এই তিনজন বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামী। এলাকা সূত্রে খবর, আব্দুল ভরতপুর ২ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ, ফিরোজ কর্মাধ্যক্ষ এবং রোহন তৃণমূলের সক্রিয় কর্মী।
মনোনয়ন পেশকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওঠে গতকাল। ব্যাপক সংঘর্ষ হয় স্থানীয় বিধায়ক এবং তৃণমূলের ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে। অন্তত ১৫ জন এই ঘটনায় আহত হন। অন্য পক্ষের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় থানায়। ভরতপুরের বিধায়ক এই বিষয়ে বলেছেন, “ওই ব্লক সভাপতি জনপ্রতিনিধিদের ভোটে দাঁড়ানো থেকে আটকাতে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়েছে।”
পাশাপাশি, ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবির আরোও জানান, “দরকার হলে জেল থেকেই ওনারা ভোটে লড়াই করবেন।” অপরদিকে, ভরতপুর ব্লক তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, “ধৃত তিনজনের প্রত্যক্ষ যোগ রয়েছে এই হামলায়। আইন যদি নিজের হাতে কেউ তুলে নেয় তাহলে তো পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেই। দলের এই ব্যাপারে কিছু বলার নেই।”